গুন্ডাদের দিয়ে গুন্ডামি করান, বয়ফ্রেন্ডকে ব‍্যবহার করতেও জানেন; পুলিসের হাতে রিয়ার ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর থেকেই চর্চায় উঠে এসেছেন বঙ্গকন‍্যা রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। একের পর এক অভিযোগ উঠে আসছে তাঁর বিরুদ্ধে। সুশান্তের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাপিস, জোর করে অবসাদের ওষুধ খাওয়ানো, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে না দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ এনে পাটনা থানায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা।
সেই এফআইআরের ভিত্তিতে বিহার পুলিস মুম্বই আসা ইস্তক বেপাত্তা হয়ে গিয়েছেন রিয়া। তাঁর সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এ্য মাঝে রিয়ার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায় যেখানে নিজেকে ‘গুন্ডি’ বলে স্বীকার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

rhea chakraborty hot and spicy pics 0
ভিডিওতে দেখা যায় রিয়া হাসতে হাসতে বলছেন, বয়ফ্রেন্ডকে কীভাবে ব‍্যবহার করতে হয় তা খুব ভাল ভাবে জানেন তিনি। প্রযোজকদের থেকে টাকা আদায় করা, তোলা এসব শব্দেরও প্রয়োগ করতে শোনা যায় তাঁকে। রিয়া বলেন, “গুন্ডারা গুন্ডামি করে। আমার ক্লাস একটু উঁচু। আমি গুন্ডাদের দিয়ে গুন্ডামি করাই।” তাঁকে আরও বলতে শোনা যায়, তিনি ডন না, তবে ডনের হাত রয়েছে তাঁর মাথার ওপর। ভিডিওর শেষে রিয়া বলেন, এসব যেন রেকর্ড না করা হয়।
ভিডিওটি এখন তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। এই ভিডিও প্রসঙ্গে মুখ খুলেছেন রিয়াও। তিনি জানিয়েছেন মজা করে এই ভিডিওটি বানিয়েছিলেন তিনি। গুন্ডার চরিত্রে অভিনয় করছিলেন। এমনটা নাকি মাঝে মাঝেই করে থাকেন রিয়া। ভিডিওটি কবে তোলা হয়েছে এবং কেনই বা তোলা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিহার পুলিস এই ভিডিওটিকে বড় প্রমাণ হিসাবে গণ‍্য করছে।

https://twitter.com/AskAnshul/status/1289108038301782016?s=19

সম্প্রতি একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন রিয়া চক্রবর্তী। সেখানে চোখে জল নিয়ে রিয়াকে বলতে শোনা যায় সত‍্যিটা সামনে আসবেই। রিয়া বলেন, ‘ঈশ্বর ও দেশের বিচারব‍্যবস্থার উপর যথেষ্ট ভরসা রয়েছে আমার। যদিও সোশ‍্যাল মিডিয়ায় আমাকে নিয়ে অনেক খারাপ কথা ছড়ানো হচ্ছে। আমি বিশ্বাস করি আমি সুবিচার পাব। সত‍্যমেব জয়তে। সত‍্যিটা সামনে আসবেই।’ এই ভিডিওটি এখন ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর