বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই চর্চায় উঠে এসেছেন বঙ্গকন্যা রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। একের পর এক অভিযোগ উঠে আসছে তাঁর বিরুদ্ধে। নেটিজেনের তুমুল ক্ষোভের মুখে পড়েছেন রিয়া। সেই সঙ্গে সমগ্র বাঙালি মেয়েরাই পড়েছেন নেটজনতার বিদ্বেষের মুখে।
রিয়া চক্রবর্তীর জন্য সমগ্র বাঙালি জাতির ওপরেই ঘৃণা ভাবের সৃষ্টি হয়েছে নেটিজেনদের। ক্রমাগত বাঙালি মেয়েদের উপর চলছে ক্ষোভ ওগরানোর পালা। শুধু তাই নয়, বাঙালি মেয়েরা কালো জাদুতে সিদ্ধহস্ত, নিয়ন্ত্রণে রাখতে পটু এমন নানা কথা বলে অপমান করা হচ্ছে বাঙালি মেয়েদের। এবার এইসব ট্রোল সমালোচনার বিরুদ্ধেই তোপ দাগলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (nusrat jahan)।
ট্রোলের মোক্ষম জবাব দিয়েছেন নুসরত। এক মহিলা লেখেন, ‘রিয়া বাঙালিদের বিখ্যাত করে দিল’। উত্তরে নুসরত লেখেন, ‘যদি তুমি এই মুহূর্তে পৃথিবীতে টপকে থাকো, বাংলা তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য চিরদিনই বিখ্যাত। সারা বিশ্ব জানে আমাদের সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবার আমরা তোমাকে একটু বিখ্যাত করে দেব।’
https://twitter.com/nusratchirps/status/1289458568224112640?s=19
ওই মহিলা আরও লেখেন, ‘বাঙালি মেয়েরা কর্তৃত্ব করে। তারা জানে কিভাবে পুরুষদের বশ করতে হয়। তারা বড় মাছ ধরে, সুন্দর ও অর্থবান ছেলে। যদি তার চাকর হয়ে থাকতে চাও, টাকা যুগিয়ে আর নিজের পরিবার ছেড়ে তার পরিবারের সঙ্গে থাকতে চাও তাহলে এগিয়ে যাও।’
https://twitter.com/nusratchirps/status/1289456905249632261?s=19
এরও সপাটে জবাব দিয়েছেন নুসরত। তিনি লেখেন, ‘আমরা ‘বাঙালি মেয়েরা’ ঘরকন্না করি ও অন্যান্য সব কাজও করি। নিজের স্বার্থের জন্য একটা জাতিকে অপমান করা বন্ধ করুন। আমি নিশ্চিত আপনি এখনও আমাদের মাছ মশলা মিষ্টি চেখে দেখেননি।’
I donot support any1 against law & humanity… I am sure the Administration is doing their job, and the real story shall come out soon… but I definitely do not support anything or any1 causing disgrace to our culture.. #Proudtobebengali https://t.co/1gw7G782Eu
— Nussrat Jahan (@nusratchirps) August 1, 2020
অভিনেত্রী আরও বলেছেন, ‘আইন ও মানবিকতার বিরুদ্ধে গিয়ে আমি কাউকেই সমর্থন করিনা। আমি নিশ্চিত বিচারব্যবস্থা নিজের কাজ করছে ও আসল সত্যিটা ঠিকই বেরিয়ে আসবে। কিন্তু আমার সংস্কৃতিকে অপমান করলে আমি কখনওই চুপ করে থাকব না।’