ভাইরাল ভিডিও: হিন্দি রিয়েলিটি শোয়ের মঞ্চে নাচের জাদুতে বিচারকদের মুগ্ধ করল মেদিনীপুরের ছেলে

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় প্রতিদিনই নানান ভিডিও (video) ভাইরাল (video viral) হয়। বহু নিত‍্যনতুন প্রতিভার পরিচয় পাওয়া যায় নেটদুনিয়া থেকে। নেটিজেনদের হতবাক করে দেওয়ার ক্ষমতা থাকে তাদের সকলেরই। কিন্তু কেউ কেউ প্রতিভার যোগ‍্য সম্মান পায় আবার কেউ কেউ অন্ধকারেই থেকে যায়।
বাংলার ঘরে ঘরে যে প্রতিভার কমতি নেই তা একবাক‍্যে স্বীকার করেন তাবড় শিল্পীরা। বলিউড তথা বড় বড় রিয়েলিটি শোতেও নিজেদের জলবা দেখিয়েছে বাঙালি। বারবার জিতেছে সেরার শিরোপা। উজ্জ্বল করেছে বাংলার মুখ। এমনই এক প্রতিভার খোঁজ পাওয়া গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।
নাম মহম্মদ আকিব, বাড়ি পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। হিন্দি নাচের রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সারস’ এর মঞ্চে নিজের নাচ দিয়ে সকলকে হতবাক করে দিয়েছেন তিনি। জনপ্রিয় হিন্দি গান ‘ইয়ে লাল ইশক’ এর সঙ্গে ভিন্ন ধারার নাচ দেখিয়েছেন তিনি। তাঁর নিখুঁত নাচের প্রতিটা স্টেপে ‘ক্লিন বোল্ড’ হয়ে গিয়েছেন বিচারকরা।

IMG 20200803 200118
নাচের জাদুতে মুগ্ধ করে একের পর এক তিন বিচারকের কাছ থেকেই অনুমতি পেয়ে রিয়েলিটি শোয়ের অডিশন রাউন্ডে পাশ করে যায় মহম্মদ আকিব। তবে শুধু নাচ নয়, আরও লুকনো প্রতিভা রয়েছে তাঁর। র‍্যাপ করতেও একই রকম পারদর্শী তিনি। নাচের শেষে বিচারকদের র‍্যাপ করেও শোনান তিনি।

https://www.facebook.com/105391757499333/posts/322515699120270/

এই ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। ১৫ হাজারের উপর শেয়ার হয়েছে ভিডিওটি। ৪৯ হাজারেরও বেশি লাইক পড়েছে। নেটজনতা প্রশংসায় ভরিয়ে দিয়েছে মহম্মদ আকিবকে। মেদিনীপুর তথা বাংলার নাম যে তিনি আরও উজ্জ্বল করেছেন সকলেই স্বীকার করেছে তা।

Niranjana Nag

সম্পর্কিত খবর