‘কৃষ্ণকলি’র সেটে করোনার থাবা! মারণ ভাইরাসে আক্রান্ত হলেন মূল অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ লকডাউনের পর গত মাসেই শুরু হয়েছে সিরিয়ালের (serial) শুটিং। টিআরপির দিক দিয়ে একেবারে উপরের দিকেই রয়েছে জি বাংলার (zee bangla) ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ (krishnakali)। সিরিয়ালের চাঞ্চল‍্যকর একটি মোড় আসার সময়েই শুরু হয় করোনার (corona) বাড়বাড়ন্ত। লকডাউনের জন‍্য বাধ‍্য হয়ে বন্ধ করে দিতে হয় শুটিং।
কয়েক মাস পর শুটিং শুরু করেই ফের টিআরপি ধরে নিয়েছে কৃষ্ণকলি। কিন্তু এবার ফের এক অঘটন সিরিয়ালের সেটে। করোনা আক্রান্ত হয়েছেন ধারাবাহিকের অন‍্যতম মূল চরিত্র শ‍্যামার স্বামী নিখিল (nikhil) ওরফে নীল ভট্টাচার্য্য (neel bhattacharya)।

IMG 20200804 164642
ছবি- নীল ভট্টাচার্য্য ইনস্টাগ্রাম

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, গত সোমবার সকাল থেকেই কোন কিছুর স্বাদ, গন্ধ পাচ্ছিলেন না নীল। করোনা উপসর্গের কথা মাথায় রেখে শুটিং থেকে ফিরেই সিদ্ধান্ত নেন টেস্ট করার। রিপোর্ট আসে পজিটিভ। এরপরেই নিজেকে বাড়িতে কোয়ারেন্টাইন করে নেন নীল।

https://www.instagram.com/p/CC-40l5JwtV/?igshid=1wnqpz0shudt9

অভিনেতা জানিয়েছেন, মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তাই চিন্তা করার কিছু নেই। এখন তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে কাজে ফিরবেন। সেই সঙ্গে সকলকে সাবধানে থাকতেও বলেছেন নীল।

https://www.instagram.com/p/CBVNaRepEla/?igshid=17asgcqcvaxtg

তবে নীল কোয়ারেন্টাইনে থাকলেও বন্ধ হচ্ছে না কৃষ্ণকলির শুটিং। সিরিয়ালের নির্মাতাদের তরফে জানা গিয়েছে, সোমবার নীলের ক্লোজ শট নিয়ে শুটিং হয়েছিল। তাই অন‍্যান‍্য অভিনেতাদের কোয়ারেন্টাইন করার প্রয়োজন নেই। নিখিলকে ছাড়াই শ‍্যামা অর্থাৎ তিয়াসার শুটিং চলবে। উল্লেখ‍্য, এর আগে ধারাবাহিকের আরেক অভিনেতা বিভানেরও করোনা পজিটিভ ধরা পড়েছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর