ইউটিউব দেখে জাল নোট ছাপানোর ব্যাবসা, দিল্লিতে গ্রেফতার ৩

বাংলাহান্ট ডেস্কঃ ইউটিউব (youtube) থেকে জাল নোট (fake currency)  ছাপানোর  আইডিয়া ১০০ ও ২০০ টাকার নোট ছাপাতে শুরু করেছিল ৩ জন। গুরুগ্রামের ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেছে দিল্লি (delhi) পুলিশ।

images 6 26

আমাদের বর্তমান সমাজে সামাজিক মাধ্যমের অবদান অপরিসীম।  আমরা যেমন এই মাধ্যমগুলির সাহায্যে বিশ্বকে নিজের মুঠোফোনে বন্দী করেছি তেমনই এই সামাজিক মাধ্যম থেকেই ছড়িয়ে পড়ছে বিপদ। এর আগে বার বার নাশকতা ও জালিয়াতির ঘটনায় জড়িয়েছিল সামাজিক মাধ্যমগুলি। এবার জড়াল জাল নোট চক্রেও।

জানা যাচ্ছে, ২০ দিন আগে ইউটিউব থেকে জাল নোট ছাপানোর আইডিয়া পায় অভিযুক্তরা৷ তারপর থেকেই তারা জাল নোট ছাপাতে শুরু করে। ১০০০ টাকার বিনিময়ে পাওয়া যেত ৫০০০ টাকার জাল ১০০ ও ২০০ টাকার নোট। পুলিশ ঐ ভাড়া বাড়ি থেকে ১৯ হাজার ১০০ টাকার জাল নোট, প্রিন্টার ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে।

images 7 30

জানা যাচ্ছে, অভিযুক্তরা ৪৫ হাজার টাকার জাল নোট তৈরি করেছিল। যার মধ্যে পরীক্ষামূলক ভাবে ২০০০ টাকার জাল নোট নিজেরাই বাজারে চালিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সাদা পোশাকে সেই ভাড়া বাড়িতে উপস্থিত হয় পুলিশ। একজন পুলিশ কর্মীকে জাল নোটের কারবারিদের ক্রেতাদের স্পট করতে পাঠানো হয়।

পুলিশ জানতে পারে, দুটি ৫০০ টাকার নোটের বিনিময় ৫০০০ টাকার জাল নোট বিক্রি হচ্ছে। এর পর পুলিশ সেই ভাড়া বাড়িতে হানা দেয়। অকুতোস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম সঞ্জীব, হৃত্বিক ও ভবিষ্য। তারা জেরায় নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে।

সম্পর্কিত খবর