বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) করোনাকে হারিয়ে ভোপালের চিরায়ু হাসপালাত থেকে ছুটি পেয়েছেন। ডাক্তাররা ওনাকে বাড়িতে একান্তে থাকতে এবং আগামী সাতদিন ওনার স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন।
শিবিরাজ সিং চৌহানের তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসার পর ওনাকে চিরায়ু হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। ২৫ জুলাই শিবরাজ সিং করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর ওনাকে ভোপালের চিরায়ু হাসপাতালে ভর্তি করানো হয়। চিরায়ু হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর শিবরাজ সিং চৌহান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যায় রাম মন্দিরের শিলন্যাস করছেন। ৫০০ বছর আগে শুরু হওয়া এই মহাযজ্ঞ আজ শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছাশক্তি আর সংকল্প ওনাকে ভারতের বিগত ৫০০ বছরের সবথেকে বড় নেতা বানিয়েছে।
PM will lay the foundation stone of #RamTemple today in Ayodhya. The 'mahayagya' which started 500 years ago, is culminating today. The willpower & resolve shown by PM Narendra Modi has today made him the tallest leader of India in the last 500 years: MP CM Shivraj Singh Chouhan https://t.co/EUPpHTf6MZ pic.twitter.com/Lx9DGoOrMB
— ANI (@ANI) August 5, 2020
জানিয়ে দিই, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান হাসপাতাল থেকেই ভার্চুয়াল ক্যাবিনেট বৈঠক করেন। ওই বৈঠকে চৌহান বলেছিলেন, ভগবান রামের ভক্তদের সংঘর্ষ আর বলিদানের পরিণাম হিসেবে রাম মন্দির নির্মাণ হতে চলেছে। চৌহান ওই বৈঠকে উপস্থিত মন্ত্রীদের বলেন, ‘আমি আজ আর কাল হাসপাতাল থেকেই প্রদীপ জ্বালাবো। আপনারাও মাটির প্রদীপ জ্বালিয়ে নিজের বাড়ি সাজিয়ে তুলুন।” মঙ্গলবার চৌহান হাসপাতালে প্রদীপ জ্বালিয়েছিলেন আর বুধবার ওনাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।