আগামীকালের আবহাওয়ার বড়সড় আপডেট, বজ্রবিদ্যুতসহ ঝড় আছড়ে পড়বে বাংলার বেশ কয়েকটি এলাকায়

Bangla Hunt Desk: আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) পূর্বাভাস বলছে, বজ্রবিদ্যুতসহ ঝড় আছড়ে পড়বে বাংলার বেশ কয়েকটি এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরীয় নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে যাছে।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল বাংলার বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুতসহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

Rain in Karnataka website 1

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১১ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ১৪ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সন্ধ্যে ৮ টা বেজে ৫০ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন সকাল ৮ টা বেজে ৫৯ মিনিট অবধি থাকছে।

kal 198088 1

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪০% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪৪% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর