আর কয়েকদিন পরেই ভারতীয় ফুটবল দলের বড় ম্যাচ রয়েছে। এশিয়া কাপ এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আগামী 8 ই অক্টোবর ভারতের প্রতিপক্ষ কাতার। আর সেই কারণেই আগামী সেপ্টেম্বর মাস থেকেই ভারতীয় দলের প্রস্তুতি শিবির শুরু করে দিতে চাইছেন জাতীয় কোচ ইগর স্তীমাচ। তবে অনুশীলনে যোগ দেওয়ার আগে সুনীল ছেত্রীদের সই করতে হবে সম্মতি পত্রে।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন প্রটোকল অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়কে সম্মতি পত্রে সই করে অনুশীলনে নামতে হবে। সেই সম্মতি পত্রে লেখা থাকবে:
1) করোনা ভাইরাস সম্পর্কে ওয়াকিবহাল হয়ে স্বেচ্ছায় অনুশীলনে যোগ দিচ্ছি।
2) আমরা জানি শিবিরে করোনা সংক্রমণের সম্ভাবনা একেবারে নির্মূল হবে না।
3) অনুশীলনে নামার জন্য কেউ আমাকে প্রভাবিত করেনি।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কুশল দাস জানিয়েছেন সমস্ত রকম স্বাস্থ্য- সুরক্ষাবিধি মেনেই আমরা অনুশীলন শুরু করবো। প্রত্যেক দশ দিন অন্তর অন্তর করোনা পরীক্ষা করা হবে। যদি কোনো ফুটবলারের মধ্যে করোনার বিন্দুমাত্র উপসর্গ দেখা দেয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হবে। যেখানে অনুশীলন হবে সেখানকার স্থানীয় হাসপাতালের সঙ্গে আমরা গাঁটছড়া বেঁধেছি, সবসময় হাসপাতালের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে।