অযোধ্যায় ভূমি পূজনের আনন্দে দীপাবলি পালন করল নেপালের হিন্দুরা, দিল শ্রী রামের জয়ধ্বনি

Bangla Hunt ডেস্কঃ ভগবান রামের (Loard Rama) অস্তিত্ব নিয়ে কিছুদিন আগেই নেপালের (Nepal) প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। ভগবান নাকি নেপালি। শুধু তাই নয়, পূর্বে ভারতের বেশ কিছু ভূখন্ড নেপালের মানচিত্রে প্রবেশ ঘটিয়ে নেপালবাসীর কাছেই নিন্দার পাত্রে পরিণত হয়েছিলেন।

রাম মন্দিরের আনন্দে সামিল নেপালবাসী
নেপালের প্রধানমন্ত্রী চীনের সঙ্গ দিয়ে ভারতের বিরোধীতা করলেও, নেপালের হিন্দুরা ৫ ই আগস্ট প্রতিটি ভারতবাসীর মতই আনন্দের সহিত রাম মন্দিরের ভূমি পূজনের উৎসবে সামিল হয়েছিলেন। সেখানকার রাম ভক্তরা প্রদীপ জ্বালিয়ে জয় শ্রী রাম শ্লোগান দিয়ে আনন্দে মেতে উঠেছিলেন।

Modi Ayodhya temple UP Governor Anandiben Patel 173bdeaf227 large

ধুমধাম করে পালন করে রাম ভক্তরা
নেপাল হিন্দু পরিষদের জাতীয় সভাপতি সন্তোষ প্যাটেলের নেতৃত্বে পর্সা জেলা বীরগঞ্জের প্রতিটি রামভক্ত গতকাল আতশবাজি পুড়িয়ে এবং প্রদীপ জ্বালিয়ে এই শুভ দিনটিকে ধুমধামের সহিত পালন করেছিলেন। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যেকার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে’।

তিনি আরও বলেন, ‘নেপালের পর্সা জেলায় রামীয় বাল্মীকি আশ্রম রয়েছে। এই অঞ্চলে শ্রী রামের পুত্ররা খেলাধূলা করতেন। জনকপুর থেকে নেপালের থোরি এবং ভারতের অযোধ্যা পর্যন্ত সড়ক ও রেলপথে যোগাযোগের চেষ্টা করা উচিত দুই দেশের পক্ষ থেকেই। আজকের এই দিনটি শুধুমাত্র হিন্দু নয়, সমগ্র মানবজাতির কাছেই গৌরবের দিন। প্রতিটি ধর্মের মধ্যেই ভগবান রামের ভক্তরা রয়েছেন’।

Smita Hari

সম্পর্কিত খবর