Bangla Hunt Desk: আকাশ ছোঁয়া দাম বাড়ছে সোনার। ক্রমাগত উর্দ্ধমুখে বেড়ে চলা সোনার দাম (Gold rate/ Gold price) হওয়ায় মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। লকডাউনের মধ্যে করোনা আতঙ্ককে সঙ্গে নিয়েই মাস্ক, গ্লাভস পড়েই চলছে সোনার গহনার কেনা বেচা। তবে জেনে নিন গোটা ভারতের কোথায় কেমন চলছে আজকের সোনা দাম এবং সেইসঙ্গে রূপোর দামও।
প্রথমেই জানিয়ে রাখি গোটা ভারতের আজকের সোনার দর, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩৮১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩৮১০ টাকা। সেইসঙ্গে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৮১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪৮১০ টাকা।
আজকে কলকাতায় (Kolkata) সোনার দাম- ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৫১ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৫৪৫১০ টাকা।
দিল্লীতে সোনার মূল্য। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪১৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪১৬০ টাকা।
চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩৫২ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩৫২০ টাকা।
ব্যাঙ্গালোরে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৩৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২৩৯০ টাকা।
২২ ক্যারেটের সোনার পর আসি ২৪ ক্যারেটের বিষয়ে। ২৪ ক্যারেট সোনা দিয়ে সচরাচর গহনা তৈরি কাজ না করা হলেও, দামের দিক থেকে কিন্তু এগিয়ে থাকে এই সোনা।
কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৫৯১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৫৯১০ টাকা।
দিল্লীতে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৫৩৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৫৩৬০ টাকা।
চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৮৩৩ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৮৩৩০ টাকা।
ব্যাঙ্গালোরে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৭০৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৭০৯০ টাকা।
সোনার দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সব রাজ্যেই প্রায় একই রয়েছে।
আজকের রূপোর দাম– ১ গ্রামের দাম ৭৩.৫১ টাকা এবং ১০ গ্রামের দাম ৭৩৫.১০ টাকা।