বড়ো বিপদে কংগ্রেস, রাম মন্দির নির্মাণ নিয়ে দু ভাগে ভাগ হল সোনিয়া গান্ধীর পার্টি

বাংলাহান্ট ডেস্কঃ রাম মন্দিরের বিষয়ে কংগ্রেস (Indian National Congress) সভাপতি সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) একটি চিঠি লিখলেন কেরালার সাংসদ টিএন প্রতাপন (TN Pratapan)। অযোধ্যার এই রাম মন্দিরের ভূমি পূজাকে কেন্দ্র করে কংগ্রেস দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল রাম মন্দিরের পক্ষে রয়েছে, অপরদল তাঁদের বিরোধিতা করেছে।

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার দিন কংগ্রেস নেতা কমলনাথ ভোপালের রাজ্য কংগ্রেস কমিটির কার্যালয়ে ভগবান শ্রী রামের ছবির সামনে প্রদীপ জ্বালিয়েছিলেন। সেইসঙ্গে দিগ্বিজয় সিংহ রাম মন্দিরের ভিত্তি স্থাপনের বিষয়ে সকল বেশবাসীকে স্বাগত জানিয়েছেন।

SONIA INNER20171215083249 1

এমনকি বুধবার মধ্য প্রদেশের প্রাক্তন সিএম রাম মন্দিরের ভূমি পূজনকে স্বাগত জানিয়ে বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তৎকালীন সময়ে রাম মন্দিরের তালা খুলেছিলেন এবং দেশবাসী চেয়েছিলেন রাম মন্দিরের নির্মান হোক।

এই বিষয়ের পরিপ্রেক্ষিতে কেরালার সাংসদ টিএন প্রতাপন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে জানান, অতি ধর্মীয় জাতীয়তাবাদের পেছনে কিছুতেই কংগ্রেস দল চলতে পারে না। আমি খুব হতাশগ্রস্থ হয়েছ পড়েছি দিগ্বিজয় সিং এবং কমলনাথের বক্তব্য শুনে। আমরা কখনই অতি-ধর্মীয় জাতীয়তাবাদের পেছনে দৌড়াতে পারি না’।

Smita Hari

সম্পর্কিত খবর