বাংলাহান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই আরব আমিরশাহির মাটিতে শুরু হতে চলেছে এই বছরের আইপিএল। করোনা পরিস্থিতির কারণে এবারের আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছিল বিসিসিআই। অবশেষে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এবার ভারতের মাটিতে নয় এবার আইপিএলের আসর বসতে চলেছে আরব আমিরশাহির মাটিতে।
আর কয়েক দিনের মধ্যেই আরব আমিরশাহি উড়ে যাবে আইপিএল দলগুলি। সবার প্রথমে আমিরশাহির মাটিতে পা রাখবে চেন্নাই সুপার কিংস। তারপর একে একে আইপিএলের সব কটি ফ্র্যাঞ্চাইজি দলই উড়ে যাবে দুবাইতে।
তবে এবার করোনা ভাইরাসের কারণে এবারের আইপিএলে থাকছে বেশ কয়েকটি কড়া নিয়মবিধি। যেগুলি মানতেই হবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিগুলিকে। এবার আইপিএল হবে সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ে। যার কারণে আইপিএল শুরু হওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারকে বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে। এছাড়া আইপিএল চলাকালীন কোন ক্রিকেটার হোটেলের বাইরে বেরোতে পারবেন না। বাইরের কারও সঙ্গে দেখা করতেও পারবেন না। সবাইকে হোটেলের মধ্যেই থাকতে হবে এই দুই মাস। সেই কারণে প্রাক্তন অজি পেসার ব্রেট লি আইপিএল খেলা ক্রিকেটারদের পরামর্শ দিলেন নিজেদের অবসাদ কাটাতে সবাই সঙ্গে করে গিটার নিয়ে যেতে পারেন, অবসর সময়ে গিটার বাজিয়ে মন ভালো রাখা যাবে। এছাড়াও তাস নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ব্রেট লি।