বাংলাহান্ট ডেস্কঃ সারা বিশ্বে হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে দু’কোটি ছাড়িয়ে গিয়েছে। সেই কারণে যে যেমন ভাবে পারছেন নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য অভিনব পন্থা ব্যবহার করলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য মেসি কিনে ফেললেন এমন একটি গদি যা চার ঘণ্টার মধ্যে করোনা ভাইরাসকে মেরে ফেলতে পারবে।
মেসির দেশের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে যে, একটি বিশেষ গদি বাজারে এনেছে টেক মুন নামে এক সংস্থা। সেই গদিটিই কিনেছেন মেসি। মেসি ছাড়াও করোনা ভাইরাস মারতে সক্ষম ওই গদিটি ব্যবহার করতে শুরু করেছেন আর্জেন্টিনায় মেসির সতীর্থ সার্জিও আগুয়েরো।
ওই গদি প্রস্তুতকারক সংস্থার তরফে দাবি করা হয়েছে ওই গতির উপর ঘুমানো কোনো ব্যক্তির শরীরে যদি কোন ভাবে করোনা ভাইরাস প্রবেশ করে তাহলে চার ঘণ্টার মধ্যে করোনা ভাইরাস মেরে ফেলতে সক্ষম হয় ওই গদি। নিজেকে ও নিজের পরিবারের সকলকে করোনার হাত থেকে রক্ষা করতে 900 ইউরো খরচ করে অর্থাৎ ভারতীয় মুদ্রায় 88 হাজার টাকা খরচ করে ওই গদি কিনেছেন লিওনেল মেসি।