বাংলাহান্ট ডেস্কঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এবারের আই লিগে নতুন দল নেওয়া হবে। কারণ ইতিমধ্যেই এটিকে সাথে সংযুক্তিকরণ করে এটিকে মোহনবাগান এফসি এই মরশুমে আইএসএল খেলবে। তাই আইলীগে মোহনবাগানের জায়গাটি ফাঁকা হয়ে গিয়েছে, তাই সেই জায়গায় নতুন কর্পোরেট দল নেওয়ার জন্য জুন মাসেই বিজ্ঞাপন দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
বিডিং থেকে প্রাথমিকভাবে তিনটি দল বেছে নেওয়া হয়েছিল। সেই তিনটি দল হল দিল্লির সুদেভা এফসি, ভাইজাকের শ্রীনিধি এফসি এবং শিলংয়ের রিনিথ। বুধবার ফেডারশনের কর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই তিনটি দলকে নিয়ে বিস্তর আলোচনা করে। তারপর সিদ্ধান্ত হয় 2020-21 মরশুমে জন্য আইলিগে খেলার ছাড়পত্র পায় দিল্লীর সুদেভা এফসি।
এই প্রথম আই লিগে দিল্লি থেকে কোন কর্পোরেট দল অংশগ্রহণ করবে। পরের মরশুমে অর্থাৎ 2021-22 মরশুমে আই লিগে অন্তর্ভুক্ত হবে আরও একটি কর্পোরেট দল শ্রীনিধি এফসি। তিন বছর আগে শেষবার কর্পোরেট দল হিসাবে আইলীগে অন্তর্ভুক্তি ঘটেছিল গোকুলাম কেরালার।