বাংলাহান্ট ডেস্ক: ‘দিল তো বাচ্চা হ্যায় জি, থোড়া কাচ্চা হ্যায় জি’ গানটি যেন এই বৃদ্ধা ঠাকুমার জন্যই বানানো হয়েছিল। সত্যিই, বয়স (age) যে শুধুই একটা সংখ্যা মাত্র তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই ঠাকুমা। নইলে এই বৃদ্ধ বয়সে বছর ১৬র কিশোরীর মতো মন প্রাণ খুলে নাচতে দম লাগে বইকি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হয়েছে একটি ভিডিও (video) । ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা ঠাকুমা জনপ্রিয় হিন্দি গানে (hindi song) তুমুল নেচে তাক লাগাচ্ছেন। দীপিকা পাডুকোনের ‘ঘুমর ঘুমর’ গানে এক কিশোরীর মতোই নেচে মুগ্ধ করেছেন তিনি।
লাল টুকটুকে শাড়ি পরে রীতিমতো সাবলীল ভাবে গানের তালে তালে নাচতে দেখা গিয়েছে বৃদ্ধা ঠাকুমাকে। লাল শাড়িতে তাঁকে যে অসামান্য সুন্দরী দেখতে লাগছে তা বলা বাহুল্য। সেই সঙ্গে নাচেও অসাধারন পারদর্শীতা দেখিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা অবাক হয়ে গিয়েছেন ওই বৃদ্ধা ঠাকুমার প্রতিভা দেখে। বয়সকে তোয়াক্কা না করে যে তিনি এমন সুন্দর নাচ করেছেন তার জন্য তাঁকে ধন্য ধন্য করছে নেটজনতা। সকলেই প্রশংসা করছে তাঁর নাচের।
‘ঘুমর ঘুমর’ গানটিতে নাচতে দেখা গিয়েছিল দীপিকা পাডুকোনকে। ‘পদ্মাবত’ ছবির এই গান ও নাচ দুটোই সুপারহিট হয়েছিল। তবে এই গানে নাচ করা যে বেশ কঠিন তা স্বীকার করেন নৃত্যশিল্পীরা। কিন্তু এই বৃদ্ধা ঠাকুমা এত সুন্দর ভাবে নেচেছেন যে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটপাড়া।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন নানান অদ্ভূত ভিডিও চোখে পড়ে। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে। এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর।