স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসে (Independence Day) দাঁড়িয়েই আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) আপডেট জানাচ্ছে, আগামীকাল বাংলার বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে বাংলায় রবিবার অবধি রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

IMG 20190908 174122 2

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল বাংলার বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুতসহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

DgNq2wdUcAAydNd

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৪ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ০৭ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
রাত ২ টা বেজে ০৫ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন বিকেল ৪ টা বেজে ০১ মিনিট অবধি থাকছে।

2693614 6463688 Strom

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৩-১৯ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪৭% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর