বিশ্বের কোনো অধিনায়ক ধোনির এই রেকর্ড ভাঙ্গতে পারবে না, বাজি ধরলেন গৌতম গম্ভীর

বাংলাহান্ট ডেস্কঃ গত 15 ই আগস্ট সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে অবসর গ্রহণ করলেও ধোনির এমন পাঁচটি রেকর্ড রয়েছে সেগুলি এখনো পর্যন্ত অক্ষত। যদিও রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য, তাই ধোনির সেই সমস্ত রেকর্ড গুলিও হয়তো কোন না কোন দিন কেউ ভেঙে ফেলবে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা একদা ধোনির সতীর্থ 2007 এবং 2011 বিশ্বকাপে ম্যাচ জেতানো ইনিংস খেলা ভারত ওপেনার গৌতম গম্ভীর অবশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তিনি জোর গলায় দাবি করছেন ধোনির সমস্ত রেকর্ড ভেঙে গেলেও একটা রেকর্ড সারাজীবন অক্ষুণ্ন থেকে যাবে। অধিনায়ক ধোনির রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রেকর্ড। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে আরও একাধিক রেকর্ড রয়েছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দখলে।

   

21080098661fbf8567fa97c2c887ea315b821f8b5c4cb5a2604325c26ef6c885acb21b3eb

ধোনির নেতৃত্বে ভারত 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ভারত তথা বিশ্বের একমাত্র অধিনায়ক হিসাবে আইসিসি তিনটি ট্রফি জয়ের নজির রয়েছে শুধুমাত্র ধোনির। আর ধোনির গড়া এই রেকর্ড নিয়েই বাজি ধরছেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর দাবি করেছেন শুধুমাত্র ভারত নয় বিশ্বের কোন অধিনায়ক এর পক্ষে ধোনির এই রেকর্ড ভাঙ্গা সম্ভব নয়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর