বাংলাহান্ট ডেস্কঃ ক্লাবের 50 তম প্রতিষ্ঠান দিবসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। জার্মানির ক্লাব আরবি লাইপজিগকে হারিয়ে প্রথমবারের জন্য ফাইনালে উঠেছে পিএসজি। অপর সেমি ফাইনালে মুখোমুখি বায়ার্ন এবং লিওঁ। এই দু’য়ের মধ্যে যে দল জয়ী হবে তারা রবিবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে মুখোমুখি হবে পিএসজির।
কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে নাও খেলা হতে পারে পিএসজি-র ব্রাজিলীয় তারকা নেইমারের। কারণ সেমিফাইনাল ম্যাচ শেষে তিনি একটি বড় ভুল করে ফেলেছেন আর সেই ভুলের কারণে নেইমারকে এক ম্যাচ নির্বাসিত করতে পারে উয়েফা। নেইমারকে নির্বাসিত করা না হলেও উয়েফার নতুন নিয়ম অনুযায়ী লিসবনে হোটেলে 12 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে নেইমারকে।
এবারের চ্যাম্পিয়ন লিগ শুরু করার আগে উয়েফার তরফে বেশ কিছু কড়া নিয়ম নীতি জারি করা হয়েছিল। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হল একটি রুমে মাত্র একজনই থাকতে পারবেন। অনুমতি ছাড়া হোটেলের বাইরে বেরোনো যাবে না। করোনা আক্রান্ত দলের যদি 13 জন ফুটবলার সুস্থ থাকে তবেই তারা ম্যাচ খেলতে পারবে। এছাড়াও কোন ফুটবলার একে অপরের সঙ্গে জার্সি অদল বদল করতে পারবেন না। আর এই নিয়মটি ভেঙেছেন নেইমার। লাইপজিগার সাথে সেমিফাইনাল ম্যাচের পর জার্সি অদল বদল করেছেন নেইমার। আর নেইমারের এই ভুলের জন্যই উয়েফার নিয়ম অনুযায়ী এক ম্যাচ নির্বাসন হতে পারে নেইমারের।