হুবহু আমির খানের ‘থ্রি ইডিয়টস’, ফোন কলে সন্তান প্রসব করালেন মহিলা রেল পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ (3 idiots) আমির খানকে (amir khan) জরুরি পরিস্থিতিতে সন্তান প্রসব করাতে দেখা যায়। হুবহু একই ঘটনা ঘটল ঝাঁসি স্টেশনেও। সন্তান সম্ভবা এক মহিলাকে আপৎকালীন পরিস্থিতিতে সন্তানের জন্ম দিতে সাহায্য করলেন এক মহিলা রেল পুলিশ। জনপ্রিয় সিনেমার মতই ফোন কলেই প্রসব করালেন তিনি। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন, তাদের রেলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

PicsArt 08 20 03.52.06

গোয়া এক্সপ্রেসের এক মহিলা যাত্রী সন্তান সম্ভবা ছিলেন। মধ্যরাতে তার প্রসব বেদনা ওঠে। ট্রেনটি ঝাঁসিতে পৌঁছালে আরপিএফকে খবর দেওয়া হয়। তখন আরপিএফের মহিলা উপ-পরিদর্শক রাজকুমারী গুর্জার ঘটনাস্থলে পৌঁছে দেখেন হাসপাতালে পৌঁছানোর সময় নেই।

তখন তিনি তার এক বন্ধু মহিলা ডাক্তারের সাথে যোগাযোগ করেন এবং তার সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এর পর ঐ মহিলা ডাক্তারের পরামর্শেই ফোন কলে মহিলা পুলিশ কর্মী নিরাপদে ডেলিভারি করলেন। শুধু তাই নয়, তিনি নিজেই শিশুটির প্লাসেন্টাও কেটেছিলেন। এরপরে মা ও শিশু উভয়কেই রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

রাজকুমারী গুর্জার জানিয়েছেন যে ১৮ আগস্ট গভীর রাতে তারা জানতে পারেন যে গোয়া এক্সপ্রেসে কোনও মহিলা প্রসব বেদনা উঠেছে। সাথে সাথে তিনি এবং এসআই রবীন্দ্র সিং রাজাওয়াত, এসআই প্রাচী মিশ্র এবং এসআই মধুবালা সেখানে পৌঁছে যান। পরিস্থিতি বিচার করে সাথে সাথেই তিনি তার ঐ মহিলা চিকিৎসক বন্ধুটিকে ফোন করেন। তার নির্দেশ মতই সন্তান প্রসব করান ও নতুন ব্লেড দিয়ে প্লাসেন্টা কাটেন।

 

সম্পর্কিত খবর