বাংলাহান্ট ডেস্কঃ মোদি সরকার (modi government) ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর কেন্দ্রের হাতে থাকা অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে। জনপ্রিয় সংবাদ মাধ্যম সিএনবিসি আওয়াজের সূত্র থেকে জানা যাচ্ছে এমনটাই।
IRCTC এর শেয়ারগুলি বিক্রি করা হবে ওএফএসের (OFS) মাধ্যমে বিক্রি করা হবে। ইতিমধ্যেই ডিসিভেস্টমেন্ট বিভাগ মার্চেন্ট ব্যাংকারদের শেয়ার কেনার জন্য বিডের আহ্বান করেছে। আগামী ৩ সেপ্টেম্বর প্রাক বিড সভা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, IRCTC ভারতীয় রেলের একটি সহযোগী সংস্থা। এই কর্পোরেশনের সাহায্যে ভারতীয় রেলের টিকিট বুকিং করা হয়ে থাকে। এছাড়াও এই সংস্থা বেশ কিছু বেসরকারি ট্রেনও চালায়। আইআরসিটিসি ২০১৯ সালের অক্টোবরে শেয়ার বাজারে প্রবেশ করেছে। বুধবার এই সংস্থার শেয়ারের দাম ১৩৬৩ টাকায় বন্ধ হয়ে গেছে।
আইআরসিটিসি এশিয়া-প্যাসিফিকের ব্যস্ততম ওয়েবসাইটের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে প্রতি মাসে 2.5-2.8 কোটি টিকিট বিক্রি হয়। প্রতিদিন এর ওয়েবসাইটে 7 কোটি লগইন হয়।
এর আগে, খরচ কমাতে এবার নিয়োগ না করার পথে হাঁটার সিদ্ধান্তের কথা জানিয়েছে রেল। রেল সূত্রে জানা যাচ্ছে, সুরক্ষার সাথে যুক্ত পদগুলি বাদে আর সব ক্ষেত্রে আপাতত নিয়োগ স্থগিত রাখা হয়েছে। রেলের সব জেনারেল ম্যানেজারকেই সম্প্রতি এই নির্দেশ পাঠানো হয়েছে।
খুব শীঘ্রই ৩ হাজার ৬৮১ পদে বিলোপের প্রক্রিয়া শুরু হবে। রেলের ৪ টি ডিভিশন ও সদর দপ্তর মিলিয়ে মোট ৩ হজার ৬৮১ পদ বিলোপ করা হবে। দক্ষিণ-পূর্ব রেলের ৮৮৫ পদ এর আওতায় আসবে বলে জানা গিয়েছে।
এর আগে, ভারতীয় রেলের ডিজি আনন্দ এস খাতি প্রেস কনফারেন্সে বলেন, রেলে না কারোর চাকরি যাবে আর না নতুন করে ভর্তি প্রক্রিয়া কমবে। উনি বলেন, ট্রেনের সঞ্চালনের জন্য প্রয়োজনীয় যেকোন সুরক্ষা শ্রেণীর চাকরি স্যারেন্ডার করা হবে না। নতুন রেলওয়ে অবকাঠামোগত প্রকল্পগুলির জন্য সুরক্ষা-বহির্ভূত শূন্যপদগুলি স্যারেন্ডার হলে আরও সুরক্ষা শূন্যপদ তৈরি করতে সহায়তা হবে।
রেলওয়েতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির ফলে নতুন স্ট্রাকচার হচ্ছে। আর এরফলে সংশাধন গুলোর সঠিক ভাবে ব্যবহার হওয়া খুব দরকার। আর এই কারণে বিভিন্ন শ্রেণীর পদের জন্য আগে থেকেই চলা সমস্ত ভর্তি অভিযান জারি থাকবে। রেলওয়েতে কারোর চাকরি যাবেনা।