আর্জেন্টিনাকে হারানো ভারতীয় ফুটবল দলের এই সদস্য করোনায় আক্রান্ত

বাংলাহান্ট ডেস্কঃ ২০১৭ অনুর্দ্ব ১৭ বিশ্বকাপে ভারতের হয়ে ফুটবল খেলেন বোরিস। গত বৃহস্পতিবার তার করোনা টেস্টর ফলাফল পজিটিভ এসেছে। ভারতীয় ফুটবলারদের মধ্যে তিনিই প্রথম করোনা আক্রান্ত। এর আগে প্রাক্তন ফুটবলারদের মধ্যে অনেকেরই করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেলেও, কোনো বর্তমান ফুটবলারদের করোনা পজিটিভ শোনা যায়নি। ইম্ফলের এই ২০ বছর বয়সী ফুটবলার ২০১৭ অনুর্দ্ব ১৭ বিশ্বকাপে ভারতের হয়ে দুটি ম্যাচ খেলেন।

২০১৮ সালে এটিকের হয়ে সই করেন এই তরুণ ফুটবলার এবং আসন্ন আইএসএলে এনি এটিকে মোহনবাগানের হয়েই খেলবেন। এর আগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলেছেন তিনি। স্পেনে অনুষ্ঠিত ২০১৮ সালে কোটিফ টুর্নামেন্টে আর্জেন্টিনাকে হারিয়ে ছিল ভারতের অনুর্দ্ব ২০ দল, সেই দলের সদস্য ছিলেন বোরিস।

1983504747d678c342a41079bddec20b9349317261b46eab61ea379c0947fdc3e7d74b11f

তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বোরিসের করোনা পজিটিভ আসার পরই তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং আগামী কিছুদিন বোরিস সেখানেই চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। গত কয়েকদিন ধরে তিনি যার যার সংস্পর্শে আসেন তাদের সকলকেই কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর