বাংলাহান্ট ডেস্কঃ সেই ছোটবেলায় রোজারিও থেকে বার্সেলোনায় চলে আসেন লিওনেল মেসি (Leo Messi), যোগদান করেন বার্সেলোনা ক্লাবে। তারপর থেকে তার সমস্ত কিছু এই ক্লাবকে ঘিরেই। কখনই ক্লাব ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবেননি তিনি। কিন্তু হঠাৎ কি এমন হল যে প্রাণের বার্সেলোনা ছাড়তে মরিয়া হয়ে উঠলেন লিও মেসি?
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে, সদ্য বার্সেলোনায় যোগ দিয়েছেন তাদের নতুন কোচ রোনাল্ড কোম্যান। আর তার সঙ্গে কথাবার্তা বলার পরেই চূড়ান্ত ভাবে হতাশ হয়েছেন লিও মেসি। আর সেই কারণেই বার্সেলোনা ছাড়তে চান তিনি। ইতিমধ্যেই বার্সা কর্তাদের তার চলে যাওয়ার কথা জানিয়েছেন মেসি।
কিন্তু কোম্যান সেইদিন ঠিক কি বলেছিলেন মেসিকে? জানা গেছে সেদিন মেসির সঙ্গে আলোচনার সময় কোম্যান মেসিকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে, ” তুমি স্কোয়াডে যে সমস্ত বিশেষ সুযোগ- সুবিধা পেতে সেগুলি এখন থেকে আর পাবে না। তোমাকে এবার থেকে সব সময় ক্লাব নিয়েই চিন্তা- ভাবনা করতে হবে এবং দলের জন্য সবকিছু করতে হবে। আমি আমার এই সিদ্ধান্তে অনড়।”
সদ্য ক্লাবে যোগদান করা নতুন কোচ কোম্যানের এই সমস্ত কথাগুলি মোটেও ভালো চোখে দেখেন নি দুই দশক বার্সেলোনার সাথে যুক্ত থাকা লিওনেল মেসি। আর তাই তিনি সেই সময়ই স্থির করে ফেলেন তিনি বার্সেলোনা ছাড়বেন।