বাংলা হান্ট ডেস্কঃ বার্সেলোনা ছাড়তে চলেছেন লিও মেসি (Leo messi)। দীর্ঘ কুড়ি বছর ধরে বার্সেলোনার হয়ে খেলার পর অবশেষে ক্লাব ছাড়তে চলেছেন মেসি। আর মেসির বার্সা ছাড়ার খবর পাওয়ার পরেই ইউরোপের সেরা সেরা ক্লাব গুলি মেসিকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে বার্সা ছেড়ে মেসি কোন ক্লাবে যোগদান করবেন? এবার সেই জল্পনায় গা ভাসালেন আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্স দলের জার্সি পরিয়ে দেওয়া হয়েছে লিও মেসিকে। এছাড়া কলকাতার দলটি মেসিকে কলকাতার হয়ে খেলার জন্য প্রস্তাবও দিয়েছেন। মজার ছলে টুইটারে কেকেআর জার্সি পরিয়ে মেসির ছবি পোস্ট করে লেখা হয়েছে, “মেসিকে কেমন লাগছে কলকাতা বেগুনি ও সোনালী জার্সি পরিধান করে?”
এমন পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স এর এমন মজাদার টুইট খুবই মনে ধরেছে নেটিজেনদের। ইতিমধ্যেই মেসির কেকেআর জার্সি পরা ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে খুবই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই মজার ছলে প্রশ্ন তুলেছেন তাহলে কি এবার ফুটবল ছেড়ে ক্রিকেটের 22 গজে নামবেন আর্জেন্টাইন তারকা?