প্রতিদিন জমান মাত্র ৩৩ টাকা, স্কিম শেষে হয়ে যাবেন কোটিপতি

বাংলাহান্ট ডেস্কঃ এই মুহুর্তে করোনা পরিস্থিতিতে টালমাটাল দেশের অর্থনীতি। চাকরি খুইয়ে অনেকেই পড়েছেন বিপদে। সঞ্চয় ক্রমশ ফুরিয়ে আসছে অনেকেরই। এমন অবস্থায় অনেকেই ভাবছেন যে সঠিক উপায়ে বিনিয়োগ (investment) করলে এই অর্থনৈতিক সংকটে অসুবিধার মুখে পড়তে হত না। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার পরবর্তী প্রজন্মও এই বিপদে পড়ুক। যদি তাকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে চান তবে আজ থেকেই তার জন্য একটু একটু করে সঞ্চয় করতে শুরু করুন।

money 1

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে খুব কম সময়ে প্রচুর রিটার্ন পাওয়া যেতে পারে৷ নিয়ম করে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে টাকা জমালে আপনি অচিরেই হতে পারেন কোটিপতি। তবে যে কোনো মিউওচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে তার রিস্ক ফ্যাক্টরগুলি অবশ্যই ভালো ভাবে পরে নেবেন। জেনে নিন কিভাবে ৩৩ টাকা জমিয়ে হতে পারবেন কোটিপতি

লম্বা সময়ের জন্য বিনিয়োগ করলে অনেক ক্ষেত্রেই ১২ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। বেশ কিছু সংস্থা ২০ বছর বয়সী বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। ABSL ডিজিটাল ইন্ডিয়া ফান্ড ১৪.৯১ শতাংশ, ABSL ইক্যুইটি ১৭.১৯ শতাংশ রিটার্ন দেয়।

তবে বিনিয়োগ করার প্রতিটি ক্ষেত্রেই আপনাকে সব কাগজপত্র অত্যন্ত যত্ন সহকারে পড়ে নিতে হবে। দেখে নিতে হবে আপনার মিউচুয়াল ফান্ডের রিস্ক। একই সাথে বিশ্লেষণ করতে হবে সেই রিস্ক নিতে আপনি কতটা তৈরি। তাছাড়া জানতে হবে মিউচুয়াল ফান্ডের সংস্থাটি ভুয়ো কিনা।  কারন ভুয়ো সংস্থায় বিনিয়োগ করে আপনি সর্বস্ব হারাতে পারেন

 

সম্পর্কিত খবর