মাসিক খরচ ২০০ টাকারও কম, রিচার্জ করুন jio,vodafone, airtel এর এই প্ল্যানগুলি

বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর থেকেই একের পর এক প্ল্যান এনে vodafone ও airtel এর মত সংস্থাকে প্রতিযোগিতায় পিছিয়ে দিয়েছে জিও। aircel এর মতো ছোটো সংস্থা তো জিও এত দাপটে হারিয়েই গিয়েছে ভারতের টেলিকম বাজার থেকে। কিন্তু জিও এর সাথে রিচার্জ প্ল্যানে রীতিমতো টক্কর দিয়ে টিকে রয়েছে বড় সংস্থাগুলি। কত কম টাকায় কে কত বেশী অফার দিতে পারে সেই নিয়েই জমে উঠেছে প্রতিযোগিতা৷ আসুন জেনে নি ২০০ টাকার নিচে কোন সংস্থা কি কি রিচার্জ প্ল্যান দিচ্ছে

reliance jio users 1575698829
jio
২০০ টাকার কমে জিও এর রয়েছে ৩ টি রিচার্জ প্ল্যান। ১৯৯ টাকা, ১৪৯ টাকা এবং ১২৯ টাকা। ১৯৯ টাকার প্ল্যানটিতে রয়েছে দৈনিক ১.৫ জিবি ডেটা ২৮ দিনের জন্য। অন্যদিকে ১৪৯ টাকার প্ল্যানে ডেটা পাওয়া যাবে প্রতিদিন ১ জিবি ২৪ দিনের জন্য। ১২৯ টাকায় মোট ডেটার পরিমান ৩ জিবি। অন্যদিকে ১৯৯ টাকায় ১০০ মিনিট অন্য নেটওয়ার্কে কল করা যাবে, ১৪৯ ও ১২৯ টাকায় এই সুবিধা যথাক্রমে ৩০০ ও ১০০০ মিনিট।

819339 airtel 030119
airtel
২০০ টাকার নীচের এয়ারটেলের প্ল্যানগুলির মূল্য ৯৮ টাকা, ১৪৯ টাকা এবং ১৭৯ টাকা। ৯৮ টাকার প্ল্যানটি যদিও কোনো মাসিক প্ল্যান নয়। এটি একটি টপ আপ প্ল্যান। পাওয়া যায় ২৮ দিনের ৬ জিবি ডেটা কিন্তু অন্য কোনো সুবিধা নেই। অন্যদিকে ১৪৯ ও ১৭৯ টাকায় পাওয়া যায় ২ জিবি ডেটা যথাক্রমে ২৪ ও ২৮ দিনের জন্য। এছাড়া অন্যান্য নেটওয়ার্কে যত খুশি কথা বলা যাবে। ১৭৯ টাকার প্ল্যানটিতে Bharti AXA Life Insurance এর তরফ থেকে আপনার নামে ২ লক্ষ টাকার জীবন বীমা তৈরি হবে।

Vodafone Reuters FB 1
Vodafone
Jio এর মত ভোডাফোনেও রিচার্জ প্ল্যান রয়েছে ১৯৯, ১৪৯ ও ১২৯ টাকায়। ১৯৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানে ২৪ দিনের জন্য দৈনিক ১ জিবি ডাটা ২৪ দিনের জন্য। এছাড়াও বিনামূল্যে ভোডাফোন প্লে ও Zee5 এর সাবস্ক্রিপশন। অন্যদিকে ১৪৯ ও ১২৯ টাকার রিচার্জে মোট ২ জিবি ডেটা। প্ল্যানগুলি যথাক্রমে ২৮ ও ২৪ দিনের জন্য বৈধ

 

সম্পর্কিত খবর