সঠিকভাবে হিন্দি না জানায় প্রণব মুখোপাধ্যায়কে শুনতে হয়েছিল ‘নো হিন্দি, নো PM’

বাংলাহান্ট ডেস্কঃ ২০২০ সালের ৩১ শে আগস্ট ভারত (india) হারাল তাঁর মহান নেতা প্রণব মুখোপাধ্যায়কে (Pranab Mukherjee)। ২০২০ সালের প্রথম থেকেই নানাভাবে শোকে মূর্চ্ছিত হয়েছে গোটা পৃথিবী। তবে একথা শুনলে অবাক হবেন এই মহান ব্যক্তিকে একদিন এমন এক অপমান জনক কথা শুনতে হয়েছিল, সে কারণে তিনি চরম দুঃখিত হয়েছিলেন।

শোনা যায়, রাজনীতির মারপ্যাচে এই মহান নেতাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচনের তালিকা থেকে অত্যন্ত সুকৌশলেই সরিয়ে দেওয়া হয়। রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে তখন কংগ্রেস প্রণব মুখোপাধ্যায়ের সামনে ‘‌রাষ্ট্রপতি’‌ নামক মিষ্টি সুন্দর করে থালায় সাজিয়ে পরিবেশন করে।

2020 8largeimg 900658990

২০১২ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুলাই পশ্চিমবঙ্গের (west bengal) এই কংগ্রেস নেতা ভারতের রাষ্ট্রপতি পদে আসীন থাকেন। এমনকি শোনা যায় ড. মনমোহন সিংকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করার আগে একবারের জন্যও প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কোনোরকম আলোচনা করেননি সোনিয়া গান্ধী। শোনা যায়, তিনি নাকি বহু পূর্বেই এই নির্বাচন করে রেখেছিলেন।

সোনিয়া গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিংকে নির্বাচন করেছিলেন, তখন দ্বিতীয়বারের জন্য এই মহান মানুষটাকে দেশের প্রধানমন্ত্রী পদ লাভের আশা ত্যাগ করতে হয়। কিন্তু ভারতের এই মহান ব্যক্তিত্ব কোনভাবেই এই নির্বাচনের জন্য কোনদিন কোন প্রতিবাদ করেননি প্রণব মুখোপাধ্যায়। উল্টে তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং নিজেই বলেছিলেন, ‘আমার থেকে প্রণব জি প্রধানমন্ত্রী হিসাবে অনেক বেশি যোগ্য ছিলেন’।

pranab mukherjee 12

ভারতের এই মহান ব্যক্তিত্ব কোনভাবেই এই নির্বাচনের জন্য কোনদিন কোন প্রতিবাদ করেননি। তবে ‘দ্য কোয়ালিশন ইয়ার্স ১৯৯৬–২০১২’ অর্থাৎ নিজের আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায় যেহেতু হিন্দি ভালোভাবে জানতেন না, তাই জওহরলাল নেহরুর সমসাময়িক কংগ্রেসের নীতিনির্ধারক নেতা কুমারস্বামী কামরাজ তাঁর বিষয়ে বলেছিলেন, ‘নো হিন্দি, নো PM’। অর্থাৎ সঠিকভাবে হিন্দি জানে না, এমন কোন ব্যক্তিকে ভারতের প্রধানমন্ত্রী করা যাবে না। এই কথা শোনার পর আরও একবার প্রধানমন্ত্রী পদের কারণে দুঃখিত হন প্রণব মুখোপাধ্যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর