বাংলা হান্ট ডেস্কঃ জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) PM CARES ফান্ডে ইনিশিয়াল কর্পসে ২.২৫ লক্ষ টাকা দান করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক আধিকারিক নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন যে, যখন করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী PM CARES ফান্ডের স্থাপনা করেছিলেন, তখন প্রধানমন্ত্রী নিজেই প্রথমে ২.২৫ লক্ষ টাকা দান করেছিলেন।
জানিয়ে দিই, PM CARES ফান্ড নিয়ে বিরোধীরা সরকারকে আক্রমণ করে চলেছে। কংগ্রেস এই ফান্ডের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁরা এও বলেছে যে, প্রথম থেকেই যখন Prime Minister’s National Relief Fund আছে, তখন এরকম একটি ফান্ড করার কি দরকার ছিল? আরেকদিকে সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে, CAG এই ফান্ডের অডিট করতে পারবে না। PM CARES কে Foreign Contribution (Regulation) Act অনুযায়ী ছাড় দেওয়া হয়েছিল আর বিদেশ থেকে টাকা সংগ্রহ করার জন্য আরও একটি আলাদা অ্যাকাউন্ট করা হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যা সন্তানদের পড়াশোনা যোজনা আর ক্লিন গঙ্গা মিশনের মতো অনেক প্রকল্পের জন্য দান করেছেন। এখনো পর্যন্ত অনেক কয়েকটি যোজনায় দান করা আর নিজের সামগ্রী গুলোর নিলামি মিলিয়ে প্রধানমন্ত্রী ১০৩ কোটি টাকার দান করেছেন।
২০১৯ প্রধানমন্ত্রী কুম্ভ মেলায় সুরক্ষাকর্মীদের জন্য বানানো ফান্ডে নিজের সঞ্চয় থেকে ২১ লক্ষ টাকা দান করেছিলেন। সাউথ কোরিয়ায় যখন ওনাকে সোল পিস পুরস্কার দেওয়া হয়েছিল, তখন তিনি ঘোষণা করেছিলেন যে, প্রাপ্ত পুরস্কার থেকে পাওয়া ১.৩ কোটি টাকা ক্লিন গঙ্গা মিশনের জন্য দান করবেন তিনি। এছাড়াও উনি যেসব উপহার সামগ্রী পেয়েছিলেন সেগুলোকে নিলাম করে ৩.৪০ কোটি টাকা পাওয়া গিয়েছিল। এই টাকা তিনি নমামি গঙ্গে অভিযানে দান করেছিলেন।
২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের প্রাপ্ত উপহার সামগ্রী গুলোকে নিলাম করার অভিযান চালিয়েছিলেন। সুরাটে এই নিলামি হয়েছিল। সেখান থেকে ৮.৩৫ কোটি টাকা অর্থ পাওয়া গেছিল। পুরো টাকাটাই নমামি গঙ্গে অভিযানে দান করেছিলেন তিনি।
গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কার্যকাল শেষ হওয়ার পর তিনি গুজরাট সরকারের কর্মচারীদের কন্যা সন্তানদের পড়াশোনার জন্য ২১ লক্ষ টাকা দান করেছিলেন। উনি মুখ্যমন্ত্রী থাকা কালীনও উপহারে পাওয়া সমস্ত সামগ্রী নিলাম করেছিলেন। আর সেখান থেকে পাওয়া টাকা কন্যা কেলাবনি ফান্ডে দান করেছিলেন। ওই টাকা কন্যা সন্তানদের পড়াশোনার জন্য খরচ হয়েছিল।