হৃদরোগে আক্রান্ত হয়ে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন শেষ হয়ে যেতে চলেছে বিশ্বকাপ খেলা আনোয়ারের

বাংলা হান্ট ডেস্কঃ মানুষের জীবন বড় অনিশ্চয়তার! কয়েকদিন আগেই বিশ্বকাপে যিনি দাপিয়ে ফুটবল খেললেন এবার তিনিই নাকি আর কোনদিন ফুটবল পায়ে দিতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে। হ্যা এমনই খবর শোনা যাচ্ছে। এমনটাই ঘটতে চলেছে ভারতীয় অনূর্ধ্ব 18 দলের ফুটবলার আনোয়ার আলির সঙ্গে। আগেই তার হৃদরোগ রোগ ধরা পড়েছিল। এবার তার জীবন থেকে ফুটবল মুছে যেতে চলেছে। আগামী 10 দিনের মধ্যেই ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হবে তিনি কি আদৌও ফুটবল খেলতে পারবেন? নাকি পারবেন না?

এই মুহূর্তে আনোয়ার আলির এই বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গে অনবরত আলোচনা করে চলেছে ফেডারেশন। ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন, আনোয়ার আলি একজন দুর্দান্ত ফুটবলার, ভারতীয় ফুটবলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ আনোয়ার আলি। তাই তার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। ফেডারেশন চিকিৎসকদের সঙ্গে এই বিষয়ে যুক্তি পরামর্শ করছে, তারপরেই সিদ্ধান্ত জানানো হবে।

Anwar Ali 1068x559 1

ছোট্ট গ্রামের কৃষক পরিবারে জন্ম আনোয়ার আলির। ছোট থেকেই দুর্দান্ত ফুটবল খেলতেন তিনি। অনূর্ধ্ব 18 বিশ্বকাপে ভারতের তিনটি ম্যাচে নজর কেড়েছেন তিনি। আর তাই জাতীয় দলের কোচ ইগর স্যিম্যাচ তাকে জাতীয় দলের প্রস্তুতি শিবিরে ডেকে নেন। আনোয়ারের ফুটবল প্রতিভা দেখে আইএসএল ক্লাব মুম্বাই সিটি এফসি তাকে নিজেদের দলে সাইন করায়। আর তারপরে আনোয়ারের এই রোগ ধরা পড়ে। এখন এটাই দেখার ফেডারেশন এর অভিজ্ঞ চিকিৎসকরা কি মতামত দেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর