সংসদে প্রশ্নোত্তর পর্ব না থাকায় সরব হওয়া তৃণমূল নিজেরাই বিধানসভা থেকে প্রশ্নোত্তর পর্ব তুলে দিলো!

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের (West Bengal) বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানান, সদনে আগামী দুই দিবসিয় বর্ষাকালীন অধিবেশনে সময়ের অভাবে আর করোনা পরিস্থিতির কারণে প্রশ্নোত্তর পর্ব নেই। বিজেপি এই নিয়ে তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বিজেপির তরফ থেকে বিধানসভার অধিবেশন থেকে প্রশ্নোত্তর পর্ব তুলে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে দুমুখো সাপ বলে কটাক্ষ করা হয়েছে। কারণ একদিন আগেই তৃণমূলের সাংসদেরা লোকসভায় প্রশ্নোত্তর পর্ব না রাখার জন্য কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেছিলে যে, এটা গণতন্ত্র বিরোধী কাজ। কেন্দ্র সরকার বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।

tmc 17

রাজ্যের অন্য বিরোধী দল গুলো এই বিষয়ে সেরকম তথ্য না থাকার কারণে মুখ বন্ধ রাখেকে শ্রেয় মনে করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই দিবসিয় বর্ষাকালীন অধিবেশনের সময় করোনার কথা মাথায় রেখে আর সময়ের অভাবে কোন প্রশ্নোত্তর পর্ব রাখা হবে না।” উনি বলেন, ‘প্রশ্নোত্তর পর্ব থাকা মানেই অধিবেশনকে দীর্ঘ করা। আর আমরা মহামারীর মধ্যে অধিবেশনকে দীর্ঘকালীন করার জন্য সহমত না।”

Mamata 45
মমতা ব্যানার্জী/ Mamata Banerjee

কংগ্রেসের নেতা আবদুল মান্নান বলেন, আমরা এই বিষয়ে খুব একটা বেশি জানিনা, তাই আমরা এই নিয়ে তেমন কিছু মন্তব্য করতে পারছি না। বিজেপির বিধায়ক দলের নেতা মনোজ টিজ্ঞা বলেন, তৃণমূল কংগ্রেস একদিকে সংসদে প্রশ্নোত্তর পর্ব না থাকার কারণে কেন্দ্র সরকারকে তুলোধোনা করছে। আরেকদিকে নিজেরাই বিধানসভা থেকে প্রশ্নোত্তর পর্ব তুলে দিচ্ছে।

উনি বলেন, তৃণমূল কংগ্রেসের সাংসদরা আগামী অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব এর দাবি জানাচ্ছে, কিন্তু সেই দলেরই মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে প্রশ্নোত্তর পর্ব তুলে দিচ্ছেন। উনি বলেন, এটা দলের দুমোখো অ্যাজেন্ডা ছাড়া আর কিছুই না। বিরোধিতা করতে হয় তাই করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর