ভিডিও : শব্দের চেয়েও ৬ গুন দ্রুত ছুটবে ভারতের মিসাইল, HSTDV এর সফল পরীক্ষা করে এলিট তালিকায় দেশ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ এবার শব্দের চেয়েও দ্রুত গতির মিসাইল (missile) ছুঁড়ে শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করে দিতে পারবে ভারত (india)। প্রতিরক্ষা ক্ষেত্রে আজ ভারতের মুকুটে যুক্ত হল আরো এক নতুন পালক। আমেরিকা, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসাবে ভারত অর্জন করল এই বিরল কৃতিত্ব।

আজ উড়িষ্যার বালাসোর থেকে এই ‘হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিকেল’ বা  HSTDV এর পরীক্ষা সফলতার সাথে শেষ করল ভারত। প্রসঙ্গত, উড়িষ্যার বালাসোরের এই টেস্টিং রেঞ্জটি ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী ‘মিসাইল ম্যান’ এপিজে আব্দুল কালামের নামে নামাঙ্কিত।

জানা যাচ্ছে, এই ‘হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিকেল’ বা  HSTDV- তে যুক্ত করা হয়েছ্র স্ক্র্যামজেট ইঞ্জিন। শব্দের থেকে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরিতে দেশকে দিশা দেবে এই নতুন ইঞ্জিন। ডি আর ডিও এর তরফ থেকে এই ভেহিকল সম্পর্কে বলা হয়েছে সুপারসনিক (শব্দের চেয়ে দ্রুতগামী) মিসাইল তৈরির ক্ষেত্রে সমস্ত চাহিদাই পূরনে সক্ষম HSTDV.

HSTDV এর সফলতায় টুইট করে DRDO কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানা যাচ্ছে, ক্ষেপনাস্ত্রের পাশাপাশি এই ভেহিকল থেকে খুব কম খরচে উৎক্ষেপণ করা যাবে রকেটও। HSTDV ক্ষেপনাস্ত্রের গতি ৬ গুন পর্যন্ত বাড়িয়ে দিতে সক্ষম।

https://www.instagram.com/p/CE1IJwqnl_T/?igshid=xuuw0zm0essi

 

 

 

X