বাংলাহান্ট ডেস্কঃ করোনার আঘাত কি তবে ব্যাংকেও! স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (sbi) ৩০ হাজার কর্মীকে স্বেচ্ছাবসরে পাঠানোর সিদ্ধান্তের পর থেকে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সবার মনে। ২০২০ এর শুরুতে একই সিদ্ধান্ত নিয়েছিল দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএলও।
জানা যাচ্ছে, আগামী ১ ডিসেম্বর থেকে প্রায় ৩০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসর দেওয়ার কথা ভাবছে sbi। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এ সংক্রান্ত (সেকেন্ড ইনিংস ট্যাপ ভিআরএস-২০২০) খসড়া। ইতিমধ্যেই তা পাঠিয়ে দেওয়া হয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষকে। এখন শুধুই শিলমোহরের অপেক্ষা।
যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করছে কর্মী সংগঠনগুলি। তাদের বক্তব্য করোনার মহামারির জেরে ইতিমধ্যেই প্রবল সমস্যায় সাধারণ মানুষ৷ ভেঙে পড়ার মুখে দেশের অর্থনীতি। এমন অবস্থায় স্বেচ্ছাবসর কর্মীদের ভীষনই অসুবিধায় ফেলবে।
জানা গিয়েছে, যে সমস্ত কর্মী-অফিসারেরা ২৫ বছরের বেশি কাজ করেছেন বা যাদের বয়স ৫৫ পেরিয়েছে তারা এই স্বেচ্ছাবসরের যোগ্য। সব মিলিয়ে সেই সংখ্যাটা ৩০ হাজারের কিছু বেশী। যিনি স্বেচ্ছাবসর নেবেন তার যতদিন চাকরি রয়েছে এক্স-গ্রাশিয়া হিসেবে তত দিনের ৫০% বেতন পাবেন। তবে মোট অঙ্ক ভিআরএসের সময়ের বেতনের ১৮ মাসের বেশি হবে না।
করোনার ধাক্কায় এমনিতেই কাবু দেশের অর্থনীতি। একের পর এক বেসরকারি সংস্থার কর্মীদের চাকরি থেকে বরখাস্ত ঘুম উড়িয়েছে দেশবাসীর। স্বস্তিতে নেই সরকারি চাকুরেরাও। একের পর এক সরকারি সংস্থা বেসরকারি করন যে হারে হয়ে চলেছে তাতে তাদেরও চাকরিতে কোপ পড়তে পারে। এবার এসবি আই এর এই সিদ্ধান্ত সেই উদ্বেগই বাড়ালো।