২১ শে সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে স্কুল, মানতে হবে নির্দেশিকায় জারি এই সব নিয়ম বিধি

Bangla Hunt Desk: করোনা আবহে বিগত কয়েকমাস ধরে বন্ধ রয়েছে স্কুল (School) কলেজ। প্রথম দিকটায় পঠন-পাঠন স্থগিত থাকলেও, পরবর্তীতে পড়ুয়াদের সুবিধার্থে কিছু কিছু স্কুলে চালু হয়েছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। তবে বর্তমান দিনে নবম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সুবিধার্থে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আগামী ২১ শে সেপ্টেম্বর থেকে স্কুল চালু করার নির্দেশিকা জারী করেছে।

এই নির্দেশিকায় বলা হয়েছে-

১) বিদ্যালয়ের সমস্ত ক্লাসরুম, অফিস, গ্রন্থাগার, ল্যাবরেটরি, শৌচাগার সব জায়গা প্রথমে স্যানিটাইজ করতে হবে। সেইসঙ্গে ১% হাইপোক্লোরাইট সলিউশন, হ্যান্ড স্যানিটাইজার এবং অ্যালকোহল ভিত্তিক জীবাণুনাশক মিশ্রণেরও ব্যবস্থা করে রাখতে হবে। বিশেষত যে সমস্ত শুলে কোয়ারেন্টিন সেন্টার গড়ে তোলা হয়েছিল, সেই স্কুলগুলি ভালো ভাবে জীবাণু মুক্ত করতে হবে।

sanitise 1596898336594 1596898341772

২) পড়ুয়াদের স্কুলে পৌঁছে দেওয়ার গাড়ি গুলোকেও ভালো ভাবে স্যানেটাইজ করতে হবে।

৩) স্কুল খোলার পর প্রবেশের গেটে থার্মাল গান রাখতে হবে। বিদ্যার্থী থেকে শুরু করে শিক্ষকগণ এবং যে সকল ব্যক্তি স্কুলে প্রবেশ করবে, তাঁদের সকলের তাপমাত্রা পরীক্ষা করতে হবে।

school

৪) ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে স্কুল খোলা যাবে। পাশাপাশি অনলাইন শিক্ষার ব্যবস্থাও রাখতে হবে। তবে যেসকল পড়ুয়া স্কুলে এসে পড়াশুনা করতে চাইবে, তাঁদের অভিভাবকের অনুমতি পত্র আবশ্যক।

৫) স্কুল চত্বরের মধ্যে সকলকেই মাস্ক বা কাপড়ের আচ্ছাদন ব্যবহার বাধ্যতা মূলক।

৬) খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেস, ক্যান্টিন ইত্যাদি জমায়েত পূর্ণ এলাকা বন্ধ রাখতে হবে।

৭) বিদ্যালয়ের শিক্ষার সামগ্রী কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ইত্যাদিও ৭০% অ্যালকোহল যুক্ত মিশ্রণ দিয়ে স্যানেটাইজ করতে হবে।

Top HD Wallpapers For Classroom 660x330 1

৮) স্কুলের বেঞ্চ, চেয়ার, টেবিল, ডেস্ক, সিঁড়ির রেলিং, দরজার নব ও হাতল, লিফ্টের বোতাম, শৌচাগারে জলের কল ইত্যাদি নিয়মিত হাইড্রোক্লোরাইট সলিউশন ব্যবহার করে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে।

৯) স্কুলে ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা এবংস্কুলকর্মীরা যে সকল মাস্ক ব্যবহার করছে, সমস্ত মাস্কগুলোকে একটি বিনের মধ্যে রাখতে হবে। তিনদিন পর তা  স্থূল বর্জ্য হিসেবে নষ্ট করতে হবে।

১০)  ক্লাসে পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে অন্তত পক্ষে ৬ ফুটের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

১১) দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর নতুন করে ক্লাস চলাকালীন যদি কোন ছাত্রছাত্রী অথবা শিক্ষক শিক্ষিকার মধ্যে মানসিক অবসাদ কাজ করে, তাহলে তাঁদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন।

Webp.net resizeimage 728 630x420 1

১২) স্কুল চলাকালীন যদি কোন ছাত্রছাত্রী অথবা শিক্ষক শিক্ষিকা অথবা স্কুলকর্মীর মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়, তৎক্ষণাৎ তাঁকে নিকটস্থ কোভিড সেন্টারে নিয়ে যেতে হবে। তবে তাঁর রিপোর্ট সদি পজেটিভ আসে, তাহলে তখনই স্কুল চত্বর স্যানেটাইজ করতে হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর