‘নিয়মিত গোমূত্র পান করি’, ক‍্যামেরার সামনেই বড় তথ‍্য ফাঁস অক্ষয় কুমারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) প্রথম সারির অভিনেতাদের মধ্যে একদম উপরের দিকেই থাকবে অক্ষয় কুমারের নাম (Akshay kumar)। বিটাউনে তিনি ‘খিলাড়ি কুমার’ নামেই পরিচিত। কমেডি থেকে শুরু করে দেশাত্মবোধক সব ছবিতে সবরকম চরিত্রেই তিনি মানানসই।

বয়স পেরিয়ে গিয়েছে ৫০ এর গন্ডি। চুলেও পাক ধরেছে। কিন্তু এই বয়সেও তিনি বলে বলে গোল দিতে পারেন নবাগত অভিনেতাদের। সে অভিনয়ের দিক দিয়েই হোক বা ফিটনেস, ‘খিলাড়ি কুমার’ এর তকমাটা চিরদিন অক্ষয়েরই থাকবে। আর এই কথাটাই বারবার প্রমাণ করে দিয়েছেন অভিনেতা।


তবে অক্ষয়ের এই ফিটনেসর রহস‍্যটা কি? এতদিন তাঁর কঠোর শরীরচর্চা এবং করলার জুস পানের মতো রহস‍্য ফাঁস করে এসেছেন তিনি। কিন্তু অক্ষয়ের নতুন একটি ভিডিও ভেঙে দিয়েছে যাবতীয় রেকর্ড।

ভিডিওতে অভিনেতাকে বলতে দেখা গিয়েছে তিনি নিয়মিত গো মূত্র পান করেন। ইনস্টাগ্রাম লাইভ চ‍্যাটে অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে যোগ দেন অক্ষয়। ছিলেন গ্রিলসও। সেখানেই হুমা অভিনেতাকে জিজ্ঞাসা করেন বিয়ার গ্রিলসের সঙ্গে শোতে হাতির মলের তৈরি চা খেতে ঘেনা করেনি?

উত্তরে অক্ষয় সাফ জানান, আয়ুর্বেদিক কারনবশত নিয়মিত গোমূত্র পান করেন। তাই তাঁর কোনো অসুবিধাই হয়নি। হুমা এই মন্তব‍্যে অত‍্যন্ত অবাক হলেও বিয়ার গ্রিলস হেসে জানান, অনেকেই এমন গোমূত্র পান করেন।

https://www.instagram.com/tv/CE80urupejq/?igshid=hmmjdzxjptx1

আগেই জানা গিয়েছিল জনপ্রিয় টেলিভিশন শো ‘ম‍্যান ভার্সেস ওয়াইল্ড’ এ আসতে চলেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বিয়ার গ্রিলসের স্ক্রিন শেয়ার করবেন তিনি। একসঙ্গে পাড়ি দেবেন অরণ‍্যের রোমহর্ষক অ্যাডভেঞ্চারে। টিজার ইতিমধ‍্যেই প্রকাশ পেয়েছে। এবার উত্তেজনার পারদ আরও চড়াতে নতুন কিছু দৃশ‍্যের ঝলক শেয়ার করেন অক্ষয়।

সেই ভিডিওতেই দেখা গিয়েছে হাতির মল দিয়ে তৈরি চা অক্ষয়কে খেতে দিয়েছেন বিয়ার গ্রিলস। অভিনেতা অম্লান বদনে খেয়ে নেন তা। অপরদিকে অক্ষয়ের চোখে ফাঁকি দিয়ে নিজের ভাগের চা ফেলে দেন গ্রিলস। দড়ি বেঁধে কুমিরে ভরা নদী পার করা, দড়ি বেয়ে সেতুর উপরে ওঠা, এমন নানান রোমহর্ষক স্টান্টের ঝলক দেখা গিয়েছে ভিডিওতে।

‘ইন টু দ‍্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শোয়ের এই বিশেষ এপিসোডটি শুটিং হয়েছে বান্দিপুর টাইগার রিজার্ভে। জানুয়ারিতে এই বিশেষ এপিসোডটি শুট করেন অক্ষয়। আজ, ১১ সেপ্টেম্বর রাত আটটায় ডিসকভারি প্লাসে দেখা যাবে এই এপিসোড এবং ডিসকভারিতে দেখা যাবে ১৪ সেপ্টেম্বর রাত আটটায়।

X