বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি বলিউডে (bollywood) মাদক যোগ নিয়ে সরব হওয়ায় একের পর এক নতুন বিতর্কে জড়াচ্ছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। এবার প্রাক্তন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরকে (urmila matondkar) ‘সফট পর্ন স্টার’ বলে অভিহিত করায় কঙ্গনার তুমুল সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বলিউডে বেশিরভাগ তারকাই মাদক সেবন করেন। মাদক চক্রের সঙ্গে গভীর যোগ রয়েছে বলিউডের, এমনটাই মন্তব্য করেছিলেন কঙ্গনা। উপরন্তু কয়েকজন প্রথম সারির তারকার মাদক পরিক্ষা করানো উচিত বলেও দাবি করেন তিনি।
কঙ্গনার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা কটাক্ষ করেন উর্মিলা মাতন্ডকর। তিনি বলেন, ‘মাদক পরীক্ষা শুধু মুম্বই ইন্ডাস্ট্রিতেই করতে হয়, হিমাচলে নয় কেন? কঙ্গনার সঙ্গে তাল মিলিয়ে তো গোটা দেশ ড্রাগ ড্রাগ করছে কিন্তু কঙ্গনা কি জানেন ওর নিজের রাজ্য হিমাচল প্রদেশই গাঁজার অন্যতম উৎস। কঙ্গনার উচিত আগে নিজের রাজ্য থেকে মাদ নিষিদ্ধ অভিযান শুরু করা।’
চুপ থাকেননি কঙ্গনাও। এক সংবাদ সংস্থার আলোচনায় উর্মিলাকে তীব্র কটাক্ষ করে ‘সফট পর্ন স্টার’ বলে অভিহিত করেন তিনি। এরপরেই সোশ্যাল মাডিয়া জুড়ে ব্যাপক ট্রোলেয সম্মুখীন হয়েছেন কঙ্গনা।
Where was your feminism you dumb ass when Urmila called me Rudali and a prostitute? You fake feminist shame on entire woman kind, do you know a human don’t just have physical body we have emotional body, mental body and psychological body as well, rape isn’t just intercourse!!
— Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020
অবশ্য তাতে তিনি বিশেষ ভ্রূক্ষেপ করেছেন বলে মনে হয় না। বরং পাল্টা তোপ দেগে প্রশ্ন ছুঁড়েছেন, “যখন উর্মিলা আমাকে বেশ্যা ও রুদালি বলেছিল তখন আপনাদের নারীবাদ কোথায় ছিল? মহিলা জাতির কলঙ্ক তোমাদের মতো ভুয়ো নারীবাদীরা। মেয়েদের শরীর ছাড়াও মন থাকে। ধর্ষণ শুধুমাত্র শারীরিক না”
https://twitter.com/KanganaTeam/status/1306445511218528257?s=19
সানি লিওনকে টেনেও কটাক্ষ করতে ছাড়েননি কঙ্গনা। তিনি লেখেন, ‘সানি লিওন যুব সমাজের আদর্শ হতে পারে না, এটা বলার জন্য এক প্রখ্যাত লেখককে হেনস্থা করা হয়েছিল। ইন্ডাস্ট্রি ও গোটা ভারত সানিকে শিল্পী হিসাবে মেনে নিয়েছে। এখন ভুয়ো নারীবাদীরা পর্ন স্টারকে খারাপ কিছুর সঙ্গে তুলনা করছে।’