বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্স (Kolkata night raiders) এর প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর (Gautam gambhir) জানিয়ে দিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে আন্ডাররেটেড ক্রিকেটার কে? এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ধারাভাষ্যকরের ভূমিকায় দেখা গিয়েছিল এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে। সেই সময় গম্ভীর দাবি করেন টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার হলেন আফগানিস্তানের মহম্মদ নবী।
এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই আফগানিস্থানি অলরাউন্ডার। বল হাতে 12 নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও চমক দেখিয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন 156 রান।
এই প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন, “মহম্মদ নাবি টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে আন্ডাররেটেড খেলোয়াড়। আপনারা হয়তো কায়রণ পোলার্ড, ডেভিড ওয়ার্নার, এবি ভিলিয়ার্সের নাম বলবেন কিন্তু আমার মতে মহম্মদ নবী টি-টোয়েন্টি ক্রিকেটের সবথেকে আন্ডাররেটেড খেলোয়াড়। কারণ তিনি ক্রিকেটের সব দিকেই অংশগ্রহণ করেন। নবী একজন ভালো বোলার, এছাড়া 5 ও 6 নম্বরে নেমে বড়ো বড়ো শর্টও খেলতে পারেন। অপরদিকে ফিল্ডার হিসেসেও তিনি খারাপ নন।
এছাড়াও গৌতম গম্ভীর বলেন এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে সফল ক্রিকেটার হচ্ছেন আন্দ্রে রাসেল। তবে রাসেলের থেকে খুব একটা পিছিয়ে নেই আফগানিস্তানের মহম্মদ নবী। সেই কারণেই তিনি মহম্মদ নবীকে টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার বলেছেন।