আগামীকাল IPL-এর প্রথম ম্যাচে নামতে চলেছে চেন্নাই এবং মুম্বাই; দেখে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL) এর 13 তম সংস্করণ। করোনা ভাইরাস এর জন্য দীর্ঘদিন আইপিএল হওয়া নিয়ে জল্পনা চললেও এবার 22 গজে গড়াতে চলেছে আইপিএলের প্রথম বল। আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে শুরু হতে চলেছে এবারের আইপিএল। যেহেতু এই মুহূর্তে ভারতবর্ষে করোনা সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি ধারণ করেছে সেই কারণে এবার ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে হতে চলেছে আইপিএল।

আগামীকাল আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল এর ইতিহাসে এই দুই দল সব থেকে সফল।
তবে গতকাল আইপিএলের প্রথম ম্যাচে নামার আগে এক নজরে দেখে নেওয়া যাক এই দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ:

Catch LIVE most intriguing battle of IPL 2019

চেন্নাই সুপার কিংস:-
আম্বাতি রাইডু, শেন ওয়াটসন, ফ্যাফ ডু’প্লেসি, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, ডিজে ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহির, দীপক চাহার, শার্দুল ঠাকুর, পীযূষ চাওলা।

মুম্বাই ইন্ডিয়ান্স:-
রোহিত শর্মা, ডি’কক, সূর্য কুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, ধাওয়ান কুলকার্নি।

Udayan Biswas

সম্পর্কিত খবর