বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে দিল্লি ক্যাপিটালস।
ব্যাটিং করতে এসে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করতে থাকে দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার পৃথ্বী শহ এবং শিখর ধাওয়ান। আজ একটু বেশিই আক্রমণাত্মক মনেও হচ্ছিল পৃথ্বী শহকে। শুরু থেকেই বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে চেন্নাই সুপার কিংসের তাবর তাবর বোলারদের নাজেহাল করে দিয়েছিলেন পৃথ্বী শহ।
একদিন ব্যাট হাতে মাত্র 43 বলে 64 রানের মারকাটারি ইনিংস খেলেন পৃথ্বী সহ। পৃথ্বীর এই ইনিংসটি সাজানো ছিল নয়টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে। এইদিন পৃথ্বী শহর সঙ্গে যোগ্য সঙ্গ দেন আরেক ওপেনার শিখর ধাওয়ান। এছাড়াও রিশাভ পন্থ এবং শ্রেয়াস আইয়ারও ভালো ব্যাটিং করেন। নির্ধারিত কুড়ি ওভার শেষে তিন উইকেট হারিয়ে 175 রান করে দিল্লি ক্যাপিটাল।
দিল্লির ব্যাটিং লাইনআপ:
পৃথ্বী শহ 64, শিখর ধাওয়ান 35, ঋষভ পন্থ 37, শ্রেয়াস আইয়ার 26, মার্কাস স্টইনিস 5
চেন্নাইয়ের বল হাতে দুটি উইকেট তুলে নিয়েছেন পীযূষ চাওলা এবং একটি উইকেট পেয়েছেন সাম কুরান।