বিরিয়ানির লোভ সামলাতে না পেরে দোকানে ঢুকে পড়ল কুমীর! তুমুল ভাইরাল ভিডিও

viral video : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল হয়৷ ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে অনেকগুলিই পশুপাখির। ভিডিওগুলিতে পশু পাখির হরেক কিসিমের কীর্তি দেখে বেশ মজা পান নেটাগরিকরা। এবার বিরিয়ানি খেতে দোকানেই ঢুকে পড়ল কুমীর।

জানা যাচ্ছে ঘটনাটি উত্তর প্রদেশের লখিমপুর খেরি এলাকার। এখানে মাঝে মাঝেই জনবসতির দিকে চলে আসে কুমির। কিছুদিন আগে এখানকার বাজাজ সুগার মিলের জলের ট্যাঙ্কে একটি কুমিরের সন্ধান পাওয়া গিয়েছিল। তবে এবারভ কুমির শহরের একটি বিরিয়ানির দোকানে গিয়ে উঠল।

সকলের ধারণা দোকানে মুরগীর গন্ধ পেয়েই ঢুকে পড়ে কুমীর। কুমীর বাবাজির আগমনে দোকানদার ও গ্রাহকরা দোকান ছেড়ে পালিয়ে যায়। পরে বন বিভাগের লোকজন এসে কুমিরটিকে উদ্ধার করে। তবে বন বিভাগের এই কুমীরটিকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে। ২ ঘন্টার চেষ্টায় সেটিকে উদ্ধার করে বনদপ্তর। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে।

এর আগে, গুজরাতে একটি পাব্লিক বেঞ্চের নীচে ঘাপটি মেরে বসেছিল কুমীর। রাজমহল রোডে কুমীরটিকে দেখতে পেয়েই স্থানীয় মানুষেরা খবর দেন সোস্যাইটি ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এনিমেলস। সকাল ৬ টায় ঐ কলটি পেয়েই সংস্থার দুই সদস্য ও এক বনকর্মী ঐ স্থানে হাজির হন এবং কোনো রকম আঘাত ছাড়া কুমীরটিকে উদ্ধার করেন।

কুমীর উদ্ধারের এই ভিডিওটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। ইতিমধ্যেই ২২ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছে এই ভিডিওটি। মন্তব্য করেছেন অনেকেই, তাদের মধ্যে অনেকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছে তেমনি অনেকে বলছেন ভদোদরাতে বর্ষাকালে কুমীর উদ্ধারের ঘটনা খুবই সাধারণ। প্রতি বছরই এমনটা হয়।

সম্পর্কিত খবর