বাংলা হান্ট ডেস্কঃ ফুটবল মাঠে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে। যার জন্য খেলোয়াড়দের নির্বাসনেও যেতে হয়েছে। কখনো বিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে হাতাহাতি, তো কখনো রেফারির সঙ্গে খারাপ ব্যবহার। মূলত এইসব কারণের জন্যই বিভিন্ন সময় বিভিন্ন ফুটবলাররা শাস্তি পেয়েছেন। তবে এবার সম্পূর্ণ আলাদা ঘটনা ঘটলো ফুটবল মাঠে। মাঠের ভিতরে মূত্রত্যাগের জন্য শাস্তি হল ফুটবলারের। মাঠের ভেতরই মূত্র ত্যাগ করেছিলেন আইরিশ ফুটবলার ইয়ন ব্রাডলি, যার জন্য তাকে বড়োসড়ো শাস্তির মুখে পড়তে হল।
এই অবাক করা ঘটনাটি ঘটেছে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে। নর্দান আয়ারল্যান্ড কাপে মুখোমুখি হয়েছিল বাল্লিমেনার ও কোলেরিন এফসি। এই ম্যাচ চলাকালীন মাঠের ভেতরেই মূত্র ত্যাগ করেন কোলেরিন এফসির ব্যাডলি। দুর্ভাগ্যবশত এই অশোভনীয় ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে যায়।
ইয়ন ব্রাডলির এমন ঘটনা মেনে নিতে পারেনি সেই দেশের ফুটবল সংস্থা। তারা এই ঘটনাটিকে অশোভনীয় ঘটনা হিসেবেই আখ্যা দিয়েছে। আর ফুটবলের নিয়ম ভঙ্গের জন্য ইয়ন ব্রাডলিকে ছয় মাসের জন্য নির্বাসিত করেছে সেই দেশের ফুটবল সংস্থা। পরে অবশ্য নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন ইয়ন ব্রাডলি।