বাংলাহান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে গিয়ে ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে এই নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আয়ত্তায় বাংলার উন্নতির স্বার্থে প্রায় ১২ হাজার কিলোমিটার গ্ৰামীণ রাস্তা নতুন করে তৈরি করবে রাজ্য সরকার।
‘পথশ্রী অভিযান’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
ফুলবাড়ির রাজগঞ্জ ব্লকের পূর্ব ধানতলা গ্রামে এই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানালেন, ‘মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মদিবসের বিষয় স্মরণে রেখে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি আমরা। এখন এই নতুন খাতে আপাতত ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। পরে আরও দীর্ঘ গ্রামীণ রাস্তার সংস্কার করা হবে। এই খাতে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে’।
সড়ক নির্মাণে বাংলা ১ নম্বরে
আসন্ন নির্বাচনে নিজেদের জায়গা শক্ত করে ধরে রাখতে বদ্ধ পরিকর বাংলার শাসক দল তৃণমূল। নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নানাদিকে চলছে নতুন কাজের তোড়জোড়। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘২০১১ সালে আমরা বাংলার ক্ষমতার আসার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৯২ হাজার ২৩ কিলোমিটার রাস্তা পাকা করা ছিল। কিন্তু আমরা মাত্র ৮ বছরেই ৩ লক্ষ ১৬ হাজার ৭৩০ কিলোমিটার রাস্তা তৈরি করতে সক্ষম হয়েছি। আমাদের বাংলা সড়ক নির্মাণের দিক থেকে ১ নম্বরে রয়েছে’।
I am pleased to announce the launch of #PathashreeAbhijan, an unprecedented road repair scheme, wherein more than 7,000 stretches of roads comprising 12,000 km across the state will be repaired in a mission mode in a time-bound manner. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2020
I am pleased to announce the launch of #PathashreeAbhijan, an unprecedented road repair scheme, wherein more than 7,000 stretches of roads comprising 12,000 km across the state will be repaired in a mission mode in a time-bound manner. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2020
বাধা দিলে অবধারিত শাস্তি
সূত্র মারফত, আমফান সহ আরও নানাভাবে ক্ষতিগ্রস্থ গ্রামীণ বাংলার বিভিন্ন রাস্তাগুলোতে যানবাহন চলার উপযুক্ত করে তোলার জন্য এই ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের সূচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার এই গ্রামীণ রাস্তাগুলো পাকা করার কাজ ডিসেম্বর থেকে জানুয়ারীর মধ্যে সপন্ন করা হবে। যদি কেউ বাধা দিতে আসে, তাহলে সে শাস্তি পাবে’।