রাজস্থানে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ! ভিডিও ভাইরাল হওয়ার পর টনক নড়ল পুলিশের

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের (Rajasthan) হনুমানগড় (Hanumangarh) জেলার পিলিবাঙ্গায় কিশোরীর সাথে গণধর্ষণের মামলা সামনে এসেছে অভিযুক্তরা প্রথমে কিশোরীকে অপহরণ করে, এরপর একটি বাড়িতে নিয়ে গিয়ে মারধোর করে তাকে গণধর্ষণ করে। এছাড়াও নির্যাতিতাকে ব্ল্যাকমেল করার জন্য গণধর্ষণের একটি ভিডিও (Video) করে নেয় তাঁরা। নির্যাতিতার পরিবার এই মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে থানায়।

নির্যাতিতার পরিবার জানায় এই ঘটনা ২৯ সেপ্টেম্বরের। পরিবার পুলিশকে করা অভিযোগে জানায়, ২৯ সেপ্টেম্বর একটা নাগাদ তাঁদের মেয়ে বাড়ি থেকে একটু দূরেই তাঁর ঠাকুমার বাড়ি যাচ্ছিল। রাস্তায় তিন যুবক কিশোরীর রাস্তা রুখে দাঁড়ায়। এরপর তাঁর মুখ বেঁধে তাকে অপহরণ করে। অভিযুক্তরা কিশোরীকে একটি বাড়িতে নিয়ে গিয়ে মারধোর করে ধর্ষণ করে।

এরপর অভিযুক্তরা ওই ঘটনার একটি ভিডিও করে। অভিযুক্তরা নির্যাতিতাকে হুমকি দিয়ে বলে যে, এই ঘটনার খবর কাউকে জানালে ভিডিও ভাইরাল (Viral Video) করে দেওয়া হবে। এরপর কিশোরী বাড়ি পৌঁছে পরিজনদের সমস্ত কিছু জানায়। পরিজনেরা ৩০ সেপ্টেম্বর পিলিবাঙ্গা থানায় অভিযোগ করে, কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয় না।

এরমধ্যে অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ায় গণধর্ষণের ভিডিও ভাইরাল করে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ আইপিসি 341,342,354(K),376D আর, 5L/6 ধারা এবং পকসো আইন অনুযায়ী মামলা দায়ের করে নেয়। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর