বিরলতম গাছ কভিলিপা, সারা বিশ্বে একটিই রয়েছে ভারতের কোল্লাম শিব মন্দিরে

বিজ্ঞানীরা মনে করেছিলেন ১৮৫ বছর আগেই পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে মধুকা ডিপ্লোস্টেমন গাছের প্রজাতি৷ তবে কোল্লামের পাভরুরের নিকটে কুনায়িলের আইয়ারাবল্লি শিব মন্দিরে প্রায় ২ শতক পর দেখা মিলল তার।

পালোড বোটানিকাল গার্ডেনে একটি গবেষণা দল সাপোটাসি পরিবারের অন্তর্ভুক্ত মধুকা ডিপ্লোস্টেমন গাছটিকে খুঁজে পান। তারা স্থানীয়ভাবে এটির নাম কভিলিপা রেখেছেন।

   

image 154

বোটানি গবেষক শৈলজাকুমারী এই বিরল গাছটি শনাক্ত করেছিলেন। সাধারণ অ্যাটলিপ্পা (মধুকা নেরাইফোলিয়া) বলে বিশ্বাস করা হলেও এটি আসলে মধুকা ডিপ্লোস্টেমন ।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সার্জন-উদ্ভিদবিদ রবার্ট উইট ১৮৩৫ সালে মধুকা ডিপ্লোস্টেমনকে প্রথম শনাক্ত করেছিলেন। কোল্লামেও এটি দেখতে পাওয়া গিয়েছিল।

গবেষণায় দেখা যায় যে, তখন থেকে পৃথিবীতে কোথাও এই প্রজাতির সন্ধান পাওয়া যায়নি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এটিকে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

 

সম্পর্কিত খবর