CID যা করছে, সেটা CBI কোনদিনও করতে পারবে না! সিআইডি গোটা ভারতের রোল মডেলঃ জ্যোতিপ্রিয় মল্লিক

বাংলা হান্ট ডেস্কঃ CID-কে CBI-এর উপরে বসানো হোক! এমনটাই দাবি করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। তিনি আরও বলেন, CID গোটা ভারতবর্ষের রোল মডেল। ওঁরা চ্যাম্পিয়নের মতো কাজ করছে। একটি সরকারি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নে এমনই মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপি নেতা মণীশ শুক্লা মামলায় রাজ্যের গোয়েন্দা দফতরের ভূয়সী প্রশংসা করেন তিনি।

Jyotipriyo Mullick 2

বিজেপির সাংসদ অর্জুন সিংকে আক্রমণ করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘যারা দুষ্কৃতীদের সাথে নিয়ে চলে, একদিন তাঁর দিকেই দুষ্কৃতীর রিভলভার ঘুরে যাবে। অর্জুন সিং দুষ্কৃতীদের নিয়ে ঘুরছে। এই দুষ্কৃতীদের পিস্তল একদিন অর্জুন সিংয়ের দিকেই ঘুরে যাবে। এটা উত্তরপ্রদেশ, বিহারের সংস্কৃতি।”

এরপর মণীশ শুক্ল প্রসঙ্গে খাদ্য মন্ত্রী বলেন, ‘আমাদের সিআইডি যা কাজ করছে, সেটা কেন্দ্রের সিবিআই কোনদিনও করতে পারবে না। বিজেপি নেতা মণীশ শুক্ল মামলায় সাংসদ অর্জুন সিং এক এক সময় এক এক কথা বলছেন। ওনার নিজের কথারই কোনও ঠিক নেই। সিআইআডি তদন্ত করছে, খুব শীঘ্রই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

Jyotipriyo Mullick

তিনি বলেন, মণিশ কাণ্ডের মূল দোষী ব্যারাকপুরেই ঘুরে বেড়াচ্ছে না কি দেখুন। অর্জুন বাবু গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গেলেন, আর তাঁর ১০ মিনিটের মাথায় মণীশের সাথে এমন পরিণতি হল, এটা ভাববার বিষয়। সিআইডি গোটা ঘটনার তদন্তে নেমেছে। দোষীদের ছাড়া হবে না। সবাইকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমাদের সিআইডি চমৎকার কাজ করছে।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর