বেশ কয়েকদিন পর ভারী পতন স্বর্ণবাজারে, দেখে নিন পুজোর আগে কতটা কমল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ পুজোর মুখে আবারও ধাক্কা খেল সোনার দাম (gold rate)। সপ্তাহের দ্বিতীয় দিনে হুড়মুড়িয়ে পড়ল স্বর্ণবাজার। অন্যান্য মাসের তুলনায় এখনও অবধি এই মাসে দামের আকাশ ছোঁয়া দাম নজরে না এলেও, বেশ কয়েকবার ভারী পতন লক্ষ্য করা গেছে।

Akshay Trititya gold dh

লাস্ট মিনিটের শপিং চলছে এখন। পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কদিন। তাঁর আগেই নিজের পছন্দের সেরা জিনিসটা বেছে নেওয়ার ভিড় পড়েছে দোকানে দোকানে। করোনা আবহের কারণে কিছুটা নিয়ম বিধি মান্য হলেও, তাঁর থেকে পুজর আনন্দে মশগুল হয়ে পড়েছে উৎসব প্রিয় মানুষজন। আজ সন্ধ্যে ৬ টা অবধি সোনার দামের এই ভারী পতন লক্ষ্য করা গেছে।

dc Cover bis0mna0qaac27mmcu13p86g00 20170429072125.Medi

কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) ৫০ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫০১৩ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০১৩০ টাকা।

দিল্লীতে সবসময়ই কলকাতার থেকে বেশ কম থাকে সোনার দাম। আজ দিল্লীতে ৪৯ হাজারের ঘরে নেমেছে এই দামের পারদ। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৯৫৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৫৫০ টাকা।

64527842

অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালায়। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৭২৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭২৫০ টাকা। এর ঠিক পড়েই রয়েছে মাইসোর, ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের স্থান। এই তিন জায়গায় আজ সোনার দাম পুরোপুরি ৪৮ হাজার।

silver 7

রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের পাশাপাশি রূপোর দামেও হুড়মুড়িয়ে পতন লক্ষ্য করা গেছে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬২.৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬২৬ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর