viral : অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং মহাকাশ সংক্রান্ত এই পড়াশোনা বেশ কঠিন। ১৮ থেকে ২৫ বছর বয়সীরাই এই সুযোগ পায়। কিন্তু মাত্র ১২ বছর বয়সেই অ্যান্ডারসন নামের এই বালক অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসাবেও রেকর্ড গড়েছে সে।
আমেরিকায় চিরকালই নিপীড়িত কৃষ্ণাঙ্গরা। কিছুদিন আগেও তেমন এক নিপীড়ন সাড়া ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। কিন্তু শেতাঙ্গরা যতই এই আদিম অধিবাসীদের তাচ্ছিল্যের চোখে দেখুক। প্রতিভায় তারাও যে কিছু কম নয় তা ফের একবার প্রমাণ করল এই ছাত্র।
জানা যাচ্ছে, খুব ছোটবেলা থেকেই দারুন মেধাবী ছিল অ্যান্ডারসন।মাত্র ৯ মাস বয়সেই সাইন ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছিল সে। দু’বছর বয়সে ভগ্নাংশের অঙ্কও কষে তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। বিরল এই প্রতিভার কারনে খুব ছোট বয়সেই ফার্স্ট গ্রেড ক্লাসে ভরতি করা হয়েছিল অ্যান্ডারসনকে। যদিও বয়সে ছোট হওয়ার জন্য বার বার অন্য সহপাঠীদের কাছে তাচ্ছিল্য পেয়েছে এই বিরল প্রতিভা।
অ্যান্ডারসন এর মতো ছাত্রকে নিজেদের শিক্ষাঙ্গনে ভর্তি করতে পেরে খুশি জর্জিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।সে ক্যাম্পাসে গেলে তাকে ক্যাম্পাস ও ল্যাব ঘুরিয়ে দেখিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। অ্যান্ডারসনের মা–বাবাও ছেলের প্রশংসায় পঞ্চমুখ।
অন্যদিকে এই বিরল কৃতিত্বকে কুর্ণিশ জানাচ্ছে নেটপাড়া। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সে।