আবারও দেখা যেতে পারে ঘূর্ণিঝড়ের তান্ডব, বড়োসড়ো আপডেট দিল আবহাওয়া বিশেষজ্ঞরা

বাংলাহান্ট ডেস্কঃ বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজোতে আবহাওয়ার (Weather) বড়সড় পরিবর্তন এবার লক্ষ্য করা যেতে পারে। সেইসঙ্গে আসন্ন শীতেও ধেয়ে আসতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। ‘বর্ষা বিদায়’ থমকে গিয়ে অক্টোবর নভেম্বরে একের পর এক ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।

‘লা নিনা’র পরিস্থিতি এবং নিরক্ষীয় প্রশান্ত এলাকায় সমুদ্রের জলের উপরের অংশের তাপমত্রা স্বাভাবিকের থেকে কমতে শুরু করায় সাইক্লোন সৃষ্টি হতে পারে। সমুদ্রের জলভাগের এই উপরি অংশের তাপমাত্রা খুবই প্রভাব ফেলে আবহাওয়ার উপর। আমফানের দগদগে ঘা শোকানোর আগেই হাড়কাপানো শীতে শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা করছে আবহায়াবিদরা।

image 116486 1587529412

আজকের আবহাওয়া
আজকে সকাল থেকেই শহরের আকাশে রোদের ছটা লক্ষ্য করা যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে নেই বৃষ্টির দেখা। বাতাসে জলীয় বাস্প বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রোদের তেজও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। গরমে হাঁসফাঁস করেছে মানুষজন।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বিনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুতসহ সামান্য ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে রাতেও দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

image 162610

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপর একটি ঘূর্ণিঝড় বিরাজ করছে। এই ঘূর্ণিঝড় আগামী ১৭ ই অক্টোবর নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে প্রবল শক্তি সঞ্চয় করে তা ষষ্ঠী বা সপ্তমীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ওড়িশা উপকূলের কাছাকাছি প্রবেশ করলে, বাংলায়ও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।

Smita Hari

সম্পর্কিত খবর