দেশবাসীর উদ্যেশে বড়ো বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী মোদী, করোনা টিকা প্রসঙ্গে দিলেন বার্তা

বাংলাহান্ট ডেস্কঃ নবরাত্রি থেকে শারদোৎসব, দেশ জুড়ে উৎসবের পরিবেশ। উৎসবের মাঝেও করোনা সংক্রমণ বৃদ্ধি না পাওয়ার বিষয় একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যে ৬ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)।

উৎসবের মরশুমেও মানুষ যাতে কোনভাবেই করোনা সংক্রমণকে হালকা ভাবে না নেয়, সেই নিয়ে দেশবাসীকে দিলেন বেশ কয়েকটি সতর্ক বার্তা। মোদীজি বললেন, উৎসবের মরশুমে অতিরিক্ত আনন্দের অসাবধানতা যেন কোন বিপদ না ডেকে আনে। যতদিন না করোনা টিকা আবিস্কারে সাফল্য আসছে, ততদিন আমাদের সতর্কভাবে থাকতে হবে। টিকা তৈরিতে সাফল্য মিললেই, সকল দেশবসীর কাছে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করা হবে। তাই যতদিন টিকা নয়, ততদিন কোন ঢিলেমি দেওয়া চলবে না।

Narendra Modi 1 770x433 1

প্রধানমন্ত্রী করোনা সতর্ক করণের বিষয়ে অন্য দেশের উদাহরণ টেনে বলেন, বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের থেকে ভারতে করোনা পরিস্থিতি অনেকটাই আয়ত্তের মধ্যে রয়েছে। সুস্থতার পরিমাণও অনেক বেড়েছে। কমেছে সংক্রমণের হারও। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, লকডাউন ধাপে ধাপে উঠে গেলেও, এই মহামারি কিন্তু  এখনও পর্যন্ত দেশ থেকে সম্পূর্ণ রূপে নির্মূল হয়ে যায়নি। আমাদের মাথায় রাখতে হবে এখনও সঠিক ভ্যাকসিন আমারা হাতে পাইনি।

Narendra 1588338784

তিনি আরও বলেছেন, বর্তমান সময়ে উৎসবের মরশুম। তাই এই সময়ে আমাদের আরও বেশি করে সতর্ক থাকতে হবে। আমরা একটা সময় জনতা কার্ফুর মধ্য দিয়েও গিয়েছি। কিন্তু আজকে আমরা অনেকটাই স্বাধীন ভাবে রাস্তায় চলা ফেরা করতে পারছি। তবে আমি একাধিক জায়গার ভিডিও দেখাছি, যেখানে এখনও অনেক মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। তবে সকল মানুষকেই এই উৎসবের মরশুমে আরও বেশি করে সতর্ক থাকতে হবে।

ad

Smita Hari

সম্পর্কিত খবর