বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদ থেকে আল-কায়দা এর সন্দেহভাজন জঙ্গির গ্রেফতারীর পর রাজনৈতিক পারদ চড়েছে। মমতা (mamata banerjee) সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury) জঙ্গিদের গ্রেফতারী নিয়ে প্রশ্ন তুলে বিজেপির উপর আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপির সরকার NIA এর অপব্যবহার করছে। গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের নিঃশর্তে অবিলম্বে মুক্ত করার দাবিও জানান তিনি।
জানিয়ে দিই, গত মাসে মুর্শিদাবাদ আর কেরল থেকে NIA ৯ জন সন্দেহভাজন আলকায়দার জঙ্গিকে গ্রেফতার করেছিল। এরা দিল্লী, এনসিআর সমেত দেশের অনেক যায়গায় হামলার প্রস্তুতি নিচ্ছিল। মোট গ্রেফতার হওয়া ৯ জনের মধ্যে ৬ জনকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেফতার করা হয়েছিল। গোয়েন্দা বিভাগের ইনপুট পাওয়ার পরেই NIA এর ধরপাকড় অভিযান চালিয়েছিল।
NIA এই সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি গোপন কামরা খুঁজে পায়, যেখানে জঙ্গিরা তাঁদের হাতিয়ার লোকানর কাজে ব্যবহার করত। এছাড়াও তাঁদের বাড়ি থেকে আপত্তি জনক নথী, ধারালো অস্ত্র, বিস্ফোটক পদার্থ, বোমা বানানোর সামগ্রী সমেত একটি হ্যান্ড মেড দেশি বুলেট প্রুফ জ্যাকেটও উদ্ধার হয়।