সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরাচ্ছে বাংলাদেশের মহিলা ক্রিকেটারের প্রি-ওয়েডিং ফটোশুট, প্রশংসা গোটা বিশ্বে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে বিয়ের সময় আলাদা আলাদা ধরণের ফটো শুট করার যুগ এসেছে। সবাই এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করার জন্য নানান ভাবে ফটো আর ভিডিও শুট করে। এবার এই ট্রেন্ডে ক্রিকেটারেরাও গা ভাসাল। বাংলাদেশের মহিলা ক্রিকেটার (bangladesh women cricketer) সঞ্জিদা ইসলামের (Sanjida Islam) বিয়ের ফটোশুট ইন্টারনেটে আগুন ঝরাচ্ছে।

সঞ্জিদার ওয়েডিং ফটোশুট করানোর স্টাইল সবার থেকে আলাদা ছিল। উনি প্রি ওয়েডিং ফটোশুট ক্রিকেট পিচের মধ্যেই করার সিদ্ধান্ত নেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সবাই ওনার এই কাজের জন্য ওনার খুব প্রশংসাও করছে। সঞ্জিদা এই ছবিতে কমলা রঙের শাড়ি পরে মাথায় টিপ আর টিকলি পরে পোজ দেন।

https://www.instagram.com/p/CGlilcpnaqx/?utm_source=ig_embed

বাংলাদেশের মহিলা ক্রিকেটার সম্প্রতি বাংলাদেশের রংপুরের ক্রিকেটার মিম মোসাদেকের সাথে বিয়ে করেছেন। সঞ্জিদার এই প্রি ওয়েডিং ফটোশুট আইসিসিও শেয়ার করেছে। সঞ্জিদা ২০১২ এর অগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হয় ডেবিউ করেছিলেন। ২০১৮ সালে উনি বাংলাদেশের মহিলা দলের অংশ ছিলেন। আর সেই সময় বাংলাদেশ প্রথমবার মহিলা টি-২০ এশিয়া কাপ জয় করে।

X