বড় খবরঃ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হলে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক কপিল দেব (Kapil Dev) হৃদ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন। রিপোর্টস অনুযায়ী, ভারতকে প্রথম ক্রিকেট বিশ্বকাপ তুলে দেওয়া অধিনায়ক কপিল দেবের হার্ট অ্যাটাক হয় শুক্রবার। নয়া দিল্লীর ফোর্টিস এস্কর্ট হাসপাতালে ওনার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, উনি এখন আগের থেকে সুস্থ আছেন।

হরিয়ানা হ্যারিকেন নামে বিখ্যাত কপিল দেব ১৯৮৩ সালে ভারতে প্রথম ক্রিকেট বিশ্বকাপ এনেছিলেন। সেই সময় ওনার নেতৃত্বে ভারতীয় টিম ওয়েস্টইন্ডিজকে হারিয়ে দেশের হয়ে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল।

হার্টে ব্লকেজ থাকার কারণে কপিল দেবকে দিল্লীর ফর্টিস হাসপাতালে ভরতি করানো হয়। সুত্র অনুযায়ী, হার্ট অ্যাটাক হওয়ার পর ওনাকে হাসপাতালে ভরতি করানো হয়েছে। আরেকদিকে, হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হার্ট ব্লক থাকার কারণে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

X